৩১ মে ২০২১, স্টাফ রিপোর্টারঃ
ঢাকা প্রিমিয়াম লীগের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ।
প্রায় দেড় বছর পর আবারো মাঠে গড়ালো ঘোরোয়া ক্রিকেটের অন্যতম আসর ডিপিএল।গত বছরের মার্চে দেশে করোনা সংক্রমন দেখা দিলে আসরের মাজ পথে বন্ধ হয়ে যায় প্রিমিয়ার লিগের গত আসর।
মোট ১২ টি দলের অংশগ্রহণে শুরু হলো এবারের প্রিমিয়ার লিগ।নবেম্বরে টি-টুয়েন্টি বিশ্বকাপেরর প্রস্তুতির কথা বিবেচনা করে এবারের আসর টি-টুয়েন্টি ফরমেটে আয়োজন করেছে বিসিবি।
করোনা পরিস্থিতির মধ্যে প্রতিটি দলের সকল ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের কঠোর বায়োবাবোলে রেখেছে বিসিবি। মোট ৪ টি ৫ তারকা হোটেলে অংশগ্রহন করা ১২ দলের সকল ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের থাকার ব্যবস্থা করেছে বিসিবি।তবে তার পরেও নানা প্রতাকুলতার সিকার হতে হচ্ছে বিসিবিকে।
বায়োবাবোলে প্রবেশের পূর্বেই করোনা পজেটিভ হয়েছেন ইমরুল কায়েস ও তুষার ইমরান।প্রথম টেষ্টে আরো অনেকের করোনা টেষ্ট রিপোর্ট পজেটিভ এলেও পরবর্তিতে ইমরুল ও ইমরান ছাড়া বাকিদের নেগেটিভ আসে।
মোট ৫ টি রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে এবার ডিপিএল।বিকেএসপির দুটি ও মিরপুরের হোম অফ ক্রিকেট সহ মোট তিনটি মাঠে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ।
যেহেতু কিছুদিন পরেই টি- টুয়েন্টি বিশ্বকাপ, তাই এই টুর্নামেন্টকে বাংলাদেশের সকল ক্রিকেটারের জন্য নিজেকে প্রমান করার বড় এক প্লাটফর্ম কলে মনে করছেন ক্রিকেট বিস্লেষকরা।তাছাড়া এই টুর্নামেন্টকে বিশ্বকাপের জন্য প্রস্তুতির প্রথম ধাপ বলেও মনে করছেন আনেকে।