দেশে চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১১ জনের। তাতে করোনাভাইরাসজনিত মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৫০ জন। আর নয়শো ছাড়ানো আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৬০ জন।
একদিনে সুস্থ হয়েছেন আরও ২৪৫ জন; মোট আরোগ্য ৩,১৪৭ জন।
করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে মঙ্গলবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
নতৃন মৃত ১১ জনের মধ্যে ৭ পুরুষ; ৪ জন নারী। এদের মধ্যে ঢাকা শহরের পাঁচজন, নারায়ণগঞ্জের একজন, নরসিংদীর একজন। চট্টগ্রাম বিভাগের দুজন এবং সিলেট বিভাগের একজন।
বয়স বিশ্লেষণে ৫১-৬০ বছরের মধ্যে তিনজন, ৬১-৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১-৮০ বছরের মধ্যে দুইজন এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন।
চব্বিশ ঘণ্টায় দেশের ৩৮টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৮৪৫টি; ন
তুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৭৭৩টি। তাতে কভিড-১৯ এ শনাক্ত হয়েছেন ৯৬৯ জন।
গত একদিনে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে এসেছে ১৫২ জন, আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২ হাজার ৩৬১ জন; মোট ছাড় পেয়েছেন ১ হাজার ২৫৬ জন।
চব্বিশ ঘণ্টায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ১ হাজার ৬৬৬ জনকে, ছাড় পেয়েছেন ৩ হাজার ৬৫ জন। এ পর্যন্ত মোট কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৮৫ জনকে। ছাড় পেয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৬৭৯ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৪৫ হাজার ৩৮৫ জন।