করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে নদীপথে জনসাধারণের অবাধ চলাচল নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা এবং নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে নৌ পুলিশ।
সোমবার নৌ পুলিশের ডিআইজি জনাব মো. আতিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার) একথা জানান।
তিনি বলেন, করোনা প্রতিরোধে নদীতে পুশব্যাকের কার্যক্রম চলমান আছে। দেশের বিভিন্ন নদীতে গত মাসের ১১ তারিখ থেকে নৌ পুলিশের ২২ টি জাহাজ মোতায়েনের পর ২৫,০০০ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে পাশবিক করা হয়েছে।
তিনি বলেন, এ বছর জাটকা সংরক্ষণ অভিযান শেষ হলেও নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চলবে সারা বছর। দেশের বিভিন্ন নদী থেকে এসব অবৈধ বা নিষিদ্ধ ঘোষিত জাল উদ্ধার করলেও বেশ হিমশিম খেতে হয় নৌ পুলিশকে কারণ একদিন একদিক থেকে জাল উদ্ধার করলে পরের দিন আবার নতুন করে নতুন জাল ফেলে।
তিনি বলেন, চলমান করোনা সংকটেও সকল প্রকার অবৈধ জালের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান চলছে। এর মধ্যে নৌ পুলিশের মুক্তারপুরের পুলিশ পরিদর্শক জনাব মো. কবির হোসেন খান চলতি মাসে প্রায় নয় কোটি মিটার জাল উদ্ধার করেন।