শারীরিক দূরত্বসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে সুস্থ মুসল্লিরা বৃহস্পতিবার জোহর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবি মসজিদে আদায় করা যাবে।
বুধবার ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মসজিদে নামাজ পড়া এতোদিন বন্ধ ছিল।
গত ৬ এপ্রিল ধর্ম মন্ত্রণালয় মসজিদে জামাত বন্ধের ঘোষণা দিয়ে জানায়, মসজিদে কোনো জামাতে পাঁচজনের বেশি অংশ নিতে পারবেন না। আর শুক্রবার জুমার নামাজের জামাতে অংশ নিতে পারবেন সর্বোচ্চ ১০ জন।
এছাড়া তারাবির নামাজের জামাতে সর্বোচ্চ ১২জন অংশ নিতে পারবেন বলেও আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল