বিবিসি জানায়, দুই ঘণ্টার ভার্চুয়াল ‘টাউন হল’ কনফারেন্সে রবিবার এমন আশঙ্কার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।
করোনা প্রতিরোধে তার প্রশাসন ধীরগতি, এমন অভিযোগ ট্রাম্প অস্বীকার করেন তার বক্তব্যে।
এদিকে সাড়ে ৬৭ হাজারের বেশি লোক করোনায় মারা গেছেন দেশটিতে। আক্রান্ত হয়েছেন সাড়ে এগার লাখেরও বেশি। আক্রান্ত-মৃত্যু উভয় তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র।
এমন পরিস্থিতিতে করোনা প্রতিরোধে একটি ভ্যাকসিন এ বছরের শেষের দিকেই প্রস্তুত হয়ে যাবেন বলে আশা ব্যক্ত করে ট্রাম্প। যদিও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এটি অন্তত ১২ থেকে ১৮ মাস সময় নেবে।
ট্রাম্প বলেন, আমি মনে করি একটি ভ্যাকসিন আমরা এ বছরের শেষের দিকে পেতে যাচ্ছি। চিকিৎসকেরা বলেন, আপনার এটা বলা উচিত না। কিন্তু আমি যা মনে করি সেটি আমি বলব। আমি মনে করি আমরা খুব শিগগির একটি ভ্যাকসিন পেতে যাচ্ছি।