দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৫৫২ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৯০ জন।
শনিবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ১৯৩টি। পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮২৭টি। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫৫২ জন। এ নিয়ে মোট ৮ হাজার ৭৯০ জনের করোনা শনাক্ত হয়েছে।
অধ্যাপক সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৫৫২ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৯০ জন।
শনিবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ১৯৩টি। পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮২৭টি। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫৫২ জন। এ নিয়ে মোট ৮ হাজার ৭৯০ জনের করোনা শনাক্ত হয়েছে।
অধ্যাপক সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত মোট নমুনা পরীক্ষার ৯.৪৭ শতাংশ, যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৭৭ শতাংশ কম। শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল পরীক্ষার ১০ দশমিক ২৪ শতাংশ।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন করোনায় মারা গেছেন। তাদের তিনজন পুরুষ আর দুজন নারী।
মৃতদের সবাই ঢাকার বাসিন্দা। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৭৫ জনে দাঁড়িয়েছে।
বিফ্রিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আর তিন করোনা রোগী সুস্থ হয়ে হাসাপাতাল ছেড়েছেন। এ নিয়ে ১৭৭ জন করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ সংখ্যার মধ্যে বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হওয়াদের অন্তর্ভুক্ত করা হয়নি। মোট নমুনা পরীক্ষার ৯.৪৭ শতাংশ, যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৭৭ শতাংশ কম। শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল পরীক্ষার ১০ দশমিক ২৪ শতাংশ।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন করোনায় মারা গেছেন। তাদের তিনজন পুরুষ আর দুজন নারী।
মৃতদের সবাই ঢাকার বাসিন্দা। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৭৫ জনে দাঁড়িয়েছে।
বিফ্রিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আর তিন করোনা রোগী সুস্থ হয়ে হাসাপাতাল ছেড়েছেন। এ নিয়ে ১৭৭ জন করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ সংখ্যার মধ্যে বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হওয়াদের অন্তর্ভুক্ত করা হয়নি।