Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website আবারো এক দারুন জয় টায়গারদের। – মুক্তির কথা নিউজ
বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪
Home / খেলা-ধুলা / আবারো এক দারুন জয় টায়গারদের।

আবারো এক দারুন জয় টায়গারদের।

৭ ডিসেম্বর ২০২২, তালহা জামানঃ

আবারো বাংলাদেশ ভারত ম্যাচ, আবারো শাসরুদ্ধকর ম্যাচ, আবারো জয়ী দল বাংলাদেশ। আবারো শেষ উইকেটে গরালো ম্যাচ।তবে এবার আর ইন্ডিয়া ১ উইকেটের জয় উপভোগ করতে পারলোনা। শেষ দুইবলে দুটি ছয় এর বিপরিধে এক ছয় হাকিয়েই থেমে গেলেন ভারত কাপ্তান রোহিত শারমা। শেষ বলে ছয় ঠেকিয়ে ৫ রানের এক অসাধারন জয় তুলে নিলো বাংলার টাইগাররা।

এদিন ব্যাটারদের মধ্যে শুধু মেহেদি মাহমুদুল্লাহ চলে উঠলেও বোলাররা এক নাসুম বাদে সবাই ছিলেন উজ্জল।টসে জিতে ব্যাটিং শুরু করা বাংলাদেশ মাত্র ৬৯ রানে ৬ উইকেট হারালেও এর পরবর্তি সময়টা ছিল শুধুই তাদের। মিরাজ মাহমুদুল্লাহর অসাধারন পার্টনারশিপে ২৭১ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

পরবর্তি কাজ শেষ করেছে বোলাররা।প্রথম ১০ ওভারে কোহলি ধাওয়ানের উইকেট তুলে নিয়ে ম্যাচ জয়ের সপ্ন দেখছিলো দল।তবে মধ্য সময়ে শ্রয়েস আইয়ার এবং আকশার পাটেল এর পাটর্নারশীপে গুড়ে দাড়ায় ভারতীয়রা। তবে ইর্নিংসের ৩৫ তম ওভারে আইয়ার মিরাজের বলে আউট হলে আবারো জয়ে আসা দেখতে থাকে বাংলাদেশ।এর পর ৩৯ তম ওভারে পাটেলকে ইবাদত ফেরালে ম্যাচে আরো এগিয়ে যায় বাংলাদেশ।

তবে ৪৩ তম ওভারে ঠাকুর ফিরে গেলে হাতের চোট নিয়েই ৯ম ব্যাটার হিসেবে মাঠে আসেন ভারত দলপতি রোহিত শরমা।ইনজুরি নিয়ে মাঠে নেমেই চার ছক্কার মাধ্যমে ম্যচটিকে জমিয়ে তুলেন রোহিত। মাত্র ২৭ বলে নিজের অর্ধশতক পূর্ন করেন তিনি।তবে যোগ্য সঙ্গির অভাবে ম্যাচটি জিতিয়ে মাঠ ছারতে পারলেন না তিনি।এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওডিআই সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশ।

চট্টগ্রামে শেষ ম্যাচটি হবে শুধু নিয়ম রক্ষার।যেখানে বাংলাদেশ ভারতকে হোয়াইট ওয়াশ করার লক্ষে এবং ভারত নিজেদের সম্মান রক্ষর্থে জয়ের লক্ষে মুখমুখি হবে।

About admin

Check Also

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিম ইকবালে

বুক ভরা বেদনা,চোখে টলটলে অশ্রু এবং অভিমানে, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারেরই ইতি টানলেন বাংলাদেশের হয়ে সর্বচ্চ …

তবেকি আবারো চেন্নাইকে শিরোপা জিতাবেন ধোনি!

২৫ মে ২০২৩,নিজস্ব প্রতিবেদকঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ফাইনাল মানেই যেনো চেন্নাই সুপার কিংস বনাম …

দল গঠনের পরিক্ষা নিরিক্ষায় কতটুকু সফল বাংলাদেশ!

২৪ মে ২০২৩, নিজস্ব প্রতিবেদকঃ জয় নিয়েই ইংল্যান্ড থেকে দেশে ফিরছে বাংলাদেশ।আয়ারল্যান্ড এর বিপক্ষে সিরিজে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *