৬ ডিসেম্বর ২০২২
তালহা জামানঃ
সিরিজ নিজেদের করে নেয়ার লক্ষে কাল বেলা ১২ টায় মিরপুর সের ই বাংলা আন্তর্জাতিক স্টোডিয়ামে ভারতের মুখমুখি হবে বাংলাদেশ।প্রথম ম্যাচে ধারুন এক জয় পাওয়ার পর ফুরফুরে মেজাজে রয়েছে দল।হবেই না কেন?
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ডোমিনেটিং ক্রিকেট খেলেই জয় পেয়েছে দল। প্রথমে বোলারদে দারুন পারফরমেন্স, পরে সাকিব লিটনের ব্যাটিং এবং সর্বশেষ মিরাজ মোস্তাফিজের অসাধারন বেটিং, কয়েক দশক মনে রাখার মত এক জয় পেয়েছে দল।
অপর দিকে ২য় ম্যাচে মাঠে নামার পর ভালো নেই টিম ইন্ডিয়ার ড্রেসিং রুম। বিশ্বকাপে ভরাডুবির পর নিজেদের পুর্ন শক্তির দল নিয়েই বাংলাদেশে এসেছিল তারা।কিন্তু প্রথম ম্যাচেই হোচট খেলো তারা।বাংলাদেশের বিপক্ষে পূর্ন শক্তির দলের এমন হার মানতে পারছেননা দেশটির ত্রিকেট সমর্থক ও বিশ্লেষকরা। ম্যাচে ব্যাটারদের ব্যাটিং এবং শেষ দিকে ক্যাচ মিসকে ম্যাচ হারার কারন হিসেবে ভাবছেন তারা।
অপর দিকে ম্যাচ হারের পর স্লো ওভার রেট এর কারনে ম্যচ ফির ৮০ ভাগ জরিমানাও গুনতে হয়েছে ক্রিকেটারদের।তবে দলটি ভারত বলেই ২য় ম্যাচে আলাদা করে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে।কারন কোন সিরিজে ১ম ম্যাচ হেরে জাওয়ার পর গুরে দাড়িয় সিরিজ জয় করার বহু কিতৃ রয়েছে রোহিত কোহলিদের।অষ্ট্রেলিয়া,ইংলেন্ড,স্উথ আফ্রিকার বিপক্ষেও তারা এই অসাধারন কাজটি পুর্বে করে দেখিছেন।
তাই দ্বিতিয় ম্যাচ জিততে হলে নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে টাইগারদের। সব কিছু ঠিক থাকলে ২য় ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ।
অপর দিকে প্রথম ম্যাচে পারফর্মারদের সাথে কিছু পরিবর্ত দেখা যেতে পারে ভারতের একাদশে।