ডেস্ক রিপোর্টঃ নারায়নগঞ্জ,
বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল কতৃক নারায়নগঞ্জ জেলার বিভাগীয় ও জেলা প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মাদ কামরুজ্জামান। বাংলাদেশ ভ্যাট প্রফেসনাল ফোরাম কতৃক কাস্টমস এক্সাইজ ও ভ্যাট(মূল্য সংযোজন কর) বিষয়ক পরামর্শক হিসেবে ভ্যাট ফোরামের সদস্যদের মধ্য হতে বিভাগীয় /জেলা পর্যায়ে প্রতিনিধি (DR) নিয়োগ বিঞ্জপ্তি অনুয়ায়ী গত ৩০ সেপ্টেম্বর২০২২ শুক্রবার বাংলাদেশ ভ্যাট প্রফেসনাল ফোরামের কার্যালয়, স্কাইলার্ক পয়েন্ট, বিজয় নগর, ঢাকায় আবেদন কারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষা শেষে ফলাফল ঘোষনা করা হয়।ফলাফলে নারায়নগঞ্জ জেলার বিভাগীয় প্রতিনিধি হিসেবে মোহাম্মদ কামরুজ্জামান কে নিয়োগ প্রদান করা হয়।
কামরুজ্জামান নারায়নগঞ্জ জেলার সিদ্বিরগঞ্জ থানার নাসিক ১০ নং ওয়ার্ডের গোদনাইল, আরামবাগ মহল্লার মৃত সামছুদ্দোহার ছেলে, ব্যক্তিগত জীবনে তিনি বাংলাদেশ থেকে রাষ্ট্র বিঞ্জানে মাষ্টার্স ও এল, এল,বি (অনার্স)পাশ করার পর,যুক্তরাজ্যের ইউনিভাসিটি অব লন্ডন থেকে উচ্চতর ডিগ্রী লাভ করেন,তিনি দীর্ঘ দিন যাবত ইমিগ্রেশন আইন,কোম্পানী আইন,ইনকামটেক্স,ভ্যাট সহ আইনগত পরামর্শক হিসেবে কাজ করে যাচ্ছেন,সম্প্রিতি ব্যাবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন এফবিসিসিআই কতৃক প্রতিটি জেলায় ভ্যাট প্রফেশনাল ফোরাম কতৃক ভ্যাট পরামর্শক নিয়োগেন বিষয়ে চুক্তি স্বাক্ষর হয় এবং প্রতিটি জেলার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ঠিজ এবং এসোসিয়েশন সমূহকে পত্র প্রেরন করা হয়,যাহাতে প্রত্যেক ব্যাবসায়ী প্রতিষ্ঠান ও ব্যাবসায়ীদের ভ্যাট বিষয়ে সচেতনতা,ভ্যাট বিষয়ে পরামর্শ বিষয়ে সহযোগীতার জন্য জেলা প্রতিনিধি নিয়োগের সিদ্বান্ত গ্রহন করা হয়।
ভ্যাট জেলা প্রতিনিধিগন জেলায় ভ্যাট ফোরামের শাখা অফিস স্হাপন করে সেখানে জেলা পর্যায়ে ভ্যাট পরামর্শক তৈরী ও জেলা ব্যাবসায়ী চেম্বার, এসোসিয়েশনের মধ্যে যোগাযোগ করে সভা,সেমিনার,ওয়ার্কসোপ ও প্রশিক্ষণের ব্যবস্হা করবে।বাংলাদেশ ভ্যট প্রফেসনাল ফোরাম কতৃক মোহাম্মদ কামরুজ্জামান, বিভাগীয় প্রতিনিধি নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় সহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।