অনলাইন ডেস্ক( কে জামান)ঃ নারায়নগঞ্জ জেলার সসিদ্বিরগঞ্জ থানাধীন গোদনাইলের চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক গাজী মুশফিকুর রহমান লিটন ২০ আগষ্ট ২০২২ রাত ৪.২০ মিনিটে ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বৎসর,তিনি সিরাজগঞ্জ জেলায় তার গ্রামের বাড়ীতে ইন্তেকাল করেন।বাদ জোহর জানাজা শেষে মরহুমের লাশ তার গ্রামে দাফন করা হয়।
গাজী মুশফিকুর রহমান লিটন একজন কবি,গীতিকার, শিল্পি ও সাহিত্যিক ছিলেন,তিনি চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের শিক্ষাগত করার পর শিল্প সাহিত্য নিয়ে বেচে ছিলেন।তার এই পর্যন্ত ৩টি কবিতার বই প্রকাশিত হয়েছিল।
গাজী মুশফিকুর রহমান লিটন এর মৃত্যুতে স্মরন সভা করেছেন চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি।কমিটির সভাপতি কাজী নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি শংকর হালদার,অভিবাবক প্রতিনিধি আলহাজ্ব মোঃ কামরুজ্জামান, আবুল হোসেন,শিক্ষক প্রতিনিধি শাখওয়াত হোসেন,মনিরুজ্জামান পাটওয়ারী,সহকারী শিক্ষক হাসান আহমোদ,মুক্তা ইয়াসমিন প্রমুখ। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিঃ শিক্ষক আক্তারুজ্জামান।
বক্তারা বলেন “গাজী মুশফিকুর রহমান লিটন এর উপর
আল্লাহ সহায় হোন! মুশফিকুর রহমান স্যার ছিলেন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ। সাহিত্য চর্চার ক্ষেত্রে তাঁর রয়েছে অসামান্য অবদান। সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রেও তিনি যথেষ্ঠ অবদান রেখে গেছেন। স্যারের মতো একজন ভালো মানুষের চলে যাওয়া সত্যিই অনেক কষ্টের।”