অনলাইন ডেস্কঃ নারায়নগঞ্জ,আজ ৫ অক্টোবর২০২১মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় হলি উইলস স্কুল,নারায়নগঞ্জ এর উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষাবীদ হাজেরা রফিক ও সিরাজুল ইসলাম স্মতি গুনী শিক্ষক সন্মাননা অনুুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হুিত ছিলেন জনাব মোস্তাইন বিল্লাহ,জেলা প্রশাসক, নারায়নগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই,সি,টি) জনাব মাহফুজুর বহমান,প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শরিফউদ্দীন সবুজ,আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ও শিক্ষাবীদ হাজেরা রফিকের পুত্র আবুল হাসানাত কবীর,আলহাজ্ব কামরুজ্জামান, শিক্ষাবীদ সিরাজুল ইসলামের ছেলে ও আর টিভির শিল্প নির্দেশক হোসাইন মাহামুদ আরিফ,সভা পরিচালনা করেন দৈনিক সাংবাদের নির্বাহী সম্পাদক সালাম যোবায়ের।
শিক্ষাবীদ হাজেরা রফিক দীর্ঘ ৪০ বৎসর দেশের স্বনামধন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর দায়িত্ব পালন সহ শিক্ষা বিস্তারে তার ব্যাপক ভূমিকা রয়েছে তার দুই ছেলের একজন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন,আরেক ছেলে শিল্পপতি আবুল হাসানাত কবীর,হাজেরা রফিক শিক্ষক সন্মাননা লাভ করেন আইটি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা জোবায়েদা খাতুন,ও সিরাজুল ইসলাম শিক্ষক সন্মাননা লাভ করেন ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক মোঃ কাইয়ূম,জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সন্মাননা স্মারক তুলে দেন।
Check Also
ভিপি বাদল’কে সংবর্ধনা দিলেন,বন্দর এলাকাবাসী।।
ডেস্ক রিপোর্টঃ নারায়নগঞ্জ, বন্দর, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদে ২য় বার এড.আবু হাসনাত মোঃ শহিদ …
ঐতিহাসিক জেলহত্যা দিবস পালন করলেন নাঃগঞ্জ জেলা আওয়ামীলীগ।
এম,কে,জামানঃ নারায়নগঞ্জ, ঐতিহাসিক জেলহত্যা দিবস পালন করলেন নাঃগঞ্জ জেলা আওয়ামীলীগ। ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে …
জাতীয় যুব দিবসের অনুুষ্ঠানে জেলা প্রশাসক- মঞ্জুরুল হাফিজ।
অনলাইন ডেস্কঃ নারায়নগঞ্জ, জাতীয় যুব দিবস ২০২২ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, নারায়নগঞ্জের …