১৬ সেপ্টেম্বর ২০২১,আনলাইন ডেস্কঃ
নিউজিল্যান্ডের বিপক্ষে পড়তি পারফরম্যান্সে (৪ ম্যাচে ৪৫ রান ও ৫ উইকেট) আবার নবীর কাছে হারিয়েছেন টি টুয়েন্টি রেংকিং এর শীর্ষ স্তান হারিয়েছেন সাকিব আল হাসান। ২৮৫ রেটিং পয়েন্ট নিয়েই শীর্ষে আফগানিস্তানের টি-২০ বিশ্বকাপ অধিনায়ক। আর ২৮৬ থেকে ১১ রেটিং পয়েন্ট হারিয়ে দ্বিতীয় স্থানে সাকিব। প্রথমবারের মতো সেরা দশে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ শেষে তিনি ছিলেন ১৬-তে। নিউজিল্যান্ডের বিপক্ষে লো-স্কোরিং সিরিজে ১৪*, ৩৭*, ৩, ৪৩*, ২৩ রান করেছেন তিনি। উইকেট পেয়েছেন ৬টি। ব্যাটিংয়েও উন্নতি হয়েছে মাহমুদউল্লাহর। তিন ধাপ এগিয়ে ২৯ নম্বর স্থানে উঠে এসেছেন ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে।
চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চার উইকেট নেওয়া মোস্তাফিজ বোলারদের র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছেন। তারপরেই সাকিব। একই ম্যাচে চার উইকেট নেওয়া নাসুম আহমেদ ২৫ ধাপ এগিয়ে দখল করেছেন ১৫তম স্থান। ব্যাটিংয়ের শীর্ষে রয়েছেন ডেভিড মালান।