১৬ জুন ২০২১,স্টাফ রিপোর্টারঃ
অভিঙ্গ ও গুরুত্বপূর্ন খেলোয়াদের বাদ দিয়ে বাংলাদেশ সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষনা করেছে ক্রিকেট অস্ট্রলিয়া।
আগামী অগস্ট মাসে বিশ্বকাপের প্রস্তুতির জন্য পাচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফরে আসার কধা রয়েছে অস্ট্রেলিয়ার।
মুলত করোনা পরিস্থিতি বিবেচনা করে বংলাদেশ সফরের জণ্য আপত্তি প্রকাশ করে স্টিভ, ওয়ারনার সহ দলের অভিঙ্গ ক্রিকেটাররা।আর তাই বাংলাদেশ সফবের জন্য তারোন্যে নির্ভর এক দল ঘোষনা করলো ক্রিকেট অস্ট্রলিয়া।
তবে বাংলাদেশ সফরের দলে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে দলের নিয়মিত অধিনায়ক এরোন ফিন্চকে।তার অধিনায়কত্বে দলে আরো রয়েছেন এশটন এগার,ওয়েস এগার,জেসন বেরেনডফ,এলেক্স কেরি,ডেন ক্রিসটেন,জস হেজলিউড,মোসেস হেনরিকেস,মিচেল মাশ,রাইলি মেরেদিথ,বেন মেকডামোট,জশ ফিলিপি,মিচেল স্টাক,মিচেল সুয়েপসন,এশটন টারনার,এনড্রো টাই,ম্যাথিউ ওয়েড ও এদেম জ্যামপা।
Check Also
চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিম ইকবালে
বুক ভরা বেদনা,চোখে টলটলে অশ্রু এবং অভিমানে, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারেরই ইতি টানলেন বাংলাদেশের হয়ে সর্বচ্চ …
তবেকি আবারো চেন্নাইকে শিরোপা জিতাবেন ধোনি!
২৫ মে ২০২৩,নিজস্ব প্রতিবেদকঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ফাইনাল মানেই যেনো চেন্নাই সুপার কিংস বনাম …
দল গঠনের পরিক্ষা নিরিক্ষায় কতটুকু সফল বাংলাদেশ!
২৪ মে ২০২৩, নিজস্ব প্রতিবেদকঃ জয় নিয়েই ইংল্যান্ড থেকে দেশে ফিরছে বাংলাদেশ।আয়ারল্যান্ড এর বিপক্ষে সিরিজে …