১২ জুন ২০২১,স্টাফ রিপোর্টারঃ
আগামী T20 বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে না বংলাদেশ। আইসিসি T 20 রেংকিংয়ের শীর্ষ ৮ দলই সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।
যেহেতু বংলাদেশ বর্তমানে রেংকিংয়ের ৯ নম্বরে অবস্থান করছে তাই বিশ্বকাপের মূল পর্ব খেলার জন্য প্রথম রাউন্ড খেলতে হবে টাইগারদের। প্রথম রাউন্ডে কোন গ্রুপে কোন কোন দল খেলবে তা চুরান্ত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
শনিবার প্রকাশিত এক বিঙ্গপ্তিতে আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করে প্রথম রাউন্ডের জন্য গ্রুপ নিশ্চিত করেছে আইসিসি।
যেখানে বাংলাদেশ রয়েছে গ্রুপ বি তে।যেখানে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নেদালেন্ড,স্কটলেন্ড,ও নামিবিয়া।
এছারা গ্রুপ এ তে রয়েছে শ্রীলঙ্কা, আয়েরলেন্ড,পাপুনিগিরি,ও ওমান।দলগুলোর নাম ও গ্রুপ নিশ্চিত করলেও বিশ্বকাপের প্রথম রাউন্ডের কোন সময় সুচি প্রকাশ করেনি আইসিসি।প্রথম রাউন্ড থেকে ৪ দলে সুযোগ থাকবে মূল রাউন্ডে খেলার।
Check Also
চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিম ইকবালে
বুক ভরা বেদনা,চোখে টলটলে অশ্রু এবং অভিমানে, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারেরই ইতি টানলেন বাংলাদেশের হয়ে সর্বচ্চ …
তবেকি আবারো চেন্নাইকে শিরোপা জিতাবেন ধোনি!
২৫ মে ২০২৩,নিজস্ব প্রতিবেদকঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ফাইনাল মানেই যেনো চেন্নাই সুপার কিংস বনাম …
দল গঠনের পরিক্ষা নিরিক্ষায় কতটুকু সফল বাংলাদেশ!
২৪ মে ২০২৩, নিজস্ব প্রতিবেদকঃ জয় নিয়েই ইংল্যান্ড থেকে দেশে ফিরছে বাংলাদেশ।আয়ারল্যান্ড এর বিপক্ষে সিরিজে …