২৭মে ২০২১,অনলাইন ডেস্কঃ
আগামী ২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নতুন আসর। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে জনপ্রিয় ৬ দলের এই টুর্নামেন্টের এবারের আসরে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে।
সাকিব এর আগেও দলটির হয়ে খেলেছেন চার মৌসুম আগে। শুক্রবার (২৮ মে) সিপিএলে অংশগ্রহণকারী ৬ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে।
তখন জানা যাবে, সতীর্থ হিসেবে জ্যামাইকা তালাওয়াসে কাদের পাচ্ছেন সাকিব।
বিশ্বসেরা অলরাউন্ডারের জ্যামাইকা তালাওয়াসে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিপিএল কর্তৃপক্ষ। নিজেদের অফিশিয়াল টুইটার পেজে সাকিবের এক ভিডিও পোস্ট করে তারা ক্যাপশনে লিখেছে, ‘অনুমান করুন তো কে ফিরেছেন?’
করোনার কারণে গত আসরের সিপিএলে খেলোয়াড়-কোচ-কোচিং স্টাফসহ টুর্নামেন্ট সংশ্লিষ্টদের থাকতে হয়েছিল জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে। এবারের আসরেও তেমন নিয়ম করতে যাচ্ছে সিপিএল কর্তৃপক্ষ।