মোঃ সবুজ খানঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান ইউপি চেয়ারম্যান দুইপক্ষের সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরর্বতিতে কোন ঘটনা ঘটে তাই পুলিশ মোতায়ন রয়েছে বলে জানা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গেন্দু কাজী ও সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার রাতে ফজলুল হক বেপারী তার কর্মী-সমর্থকদের নিয়ে লক্ষীপুর বাজারে হামলা চালায়।
এ খবর ছড়িয়ে পড়লে গেন্দু কাজীর লোকজনও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাজার ও পাশের অর্ধশত দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে তিন পুলিশ সদস্যসহ আহত হয় অন্তত ১৫ জন।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
খাসেরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আল মামুন জানান, সংঘর্ষের ঘটনায় মামলা চলমান রয়েছে। এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি নিক্ষেপ করে। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।