এম কে জামানঃ ৬ অক্টোবর ২০, নারায়নগঞ্জ।
এই কঠিন মুহুর্তে নিজের সহ পরিবারের সদস্যদের জন্য ‘দোয়া ভিক্ষা’ চেয়েছেন নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগেরর সাধারন সম্পাদক জননেতা এড.আবু হাসনাত মোঃশহিদ বাদল। মঙ্গলবার (৬ অক্টোবর ) মুঠোফোনে নারায়ণগঞ্জসহ দেশবাসীর কাছে দোয়া চান তার পক্ষে সহধর্মিণী নাহিদা হাসনাত।
করোনাকালে নারায়ণগঞ্জবাসীর পাশে যে ক’জন ছিলেন; তাদের মধ্যে অন্যতম নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ভিপি বাদল।
দেশের ক্রান্তিলগ্নে অতীতের ধারাবাহিকতায় বর্তমানেও নারায়ণগঞ্জে করোনার সংক্রমনের শুরুতে অসহায়দের পাশে যখন কাউকে পাওয়া যাচ্ছিলো না, তখন থেকে এখন পর্যন্ত ( করোনা আক্রান্ত অবস্থায়ও ) ভিপি বাদল নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করে যাচ্ছেন নিবিড় ভাবে।
করোনা কালে কখনও খাদ্য নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আবার কখনওবা করোনা আক্রান্ত পরিবারের জন্য বাড়িয়ে দিয়েছেন সহযোগীতার হাত। সংকট কালিন সময়ে করোনায় আক্রান্তদের ব্যবস্থা করেছেন চিকিৎসার। অর্থ দিয়ে সহযোগীতা করেছেন হাজারও মানুষকে। যখনই খবর পেয়েছেন, কিংবা গণমাধ্যমে-স্যোশাল মিডিয়াতে কোন অসহায় মানুষের সংবাদ প্রকাশ হয়েছে ভিপি বাদল নিজেই ছুটে গিয়েছেন। কিংবা পাঠিয়েছেন তার প্রতিনিধি। দিয়েছেন সাহস, করেছেন সার্বিক সহযোগিতা ।
সেই প্রিয় গনমানুষের নেতা অসুস্থ; এমন সংবাদে সবাই উৎকন্ঠায়, নেতা-কর্মী দুর্ভাবনায়।
ভিপি বাদলের সুস্হতা কামনায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দোয়া মাহফিলের আয়োজন করেছে।