১৩ আগস্ট ২০২০, আনলাইন ডেস্কঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৩ হাজার ১৬২ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ পাওয়া গেছে ২ হাজার ৬১৭ জনের শরীরে।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৫৫৭ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬৯ হাজার ১১৫ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ১৮২ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৭১ জন।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চব্বিশ ঘণ্টায় শনাক্তের হার ১৯.৮৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৫৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ।
গত একদিনে যারা মৃত্যুবরণ করেছেন তাদের ৩১ জন পুরুষ; ১৩ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগের ছয়জন, রাজশাহী বিভাগের তিনজন, খুলনা বিভাগে সাতজন, বরিশালে তিনজন, সিলেটে চারজন এবং রংপুরে দুজন রয়েছেন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, চব্বিশ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ষাটোর্ধ্ব ২৫ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১-৫০ বছরের মধ্যে সাতজন এবং ৩১-৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।
গত একদিনে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৪১ জন; বাড়িতে মৃত্যুবরণ করেছেন তিনজন।