২৯ জুলাই ২০২০
তালহা জামানঃ
নাবায়নগঞ্জ জেলা আওয়ামীলীগেন সাধারন সম্পাদক এড.আবু হাসনাত মোঃ শহিদ বাদল বলেছেন”বর্তমানে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ একটু কম, তারপরও আমাদের সকলকে সাবধানে চলাচল করতে হবে আর যাতে এই ভাইরাস মহামারী আকার ধারন করতে না পারে, তাই আমরা শান্তিপূর্ণ ভাবে সামাজি দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে হাটে ক্রয় বিক্রয় করবো, এবং ইজারাদারাও জেলা প্রশাসনের দেয়া নির্দেশনা মোতাবেক পশুর হাটে বাশের খুটি দ্বারা বেষ্টনী দিয়ে ৫ ফুট দুরত্ব নিশ্চিত করে কোরবানির পশু ক্রয় বিক্রয় সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে হাট পরিচলনা করবেন ও হাটে যেনো শিশুদের আনা নাহয় সেদিকে আমরা সকলে দৃষ্টি রাখবো।”
সারাদেশ ব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সেই মুহুর্তে চলে এসেছে মুসলিম ধর্মালম্বীদের ঈদ-উল-আযহা।কোরবানির ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় বসেছে পশুর হাট।আর মাত্র ৩ দিন বাকী।
ভিপি বাদল আরও বলেন “পশুর হাটে আসা ক্রেতা বিক্রেতা সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করছেন। ছোট ছেলে মেয়েদের হাটে নিয়ে আসবেন না।যারা দুরদুরান্ত থেকে পশু ক্রয় বিক্রয়য়ের জন্য হাটে আসবেন তারা অবশ্যই মাক্স পরিধান করবেন মাক্স ছাড়া যেনো হাটের মধ্যে কেউ প্রবেশ করতে না পারে ।”
সর্বশেষ আমি সকলে দীর্ঘায়ু কামনা করি ও সকলে সুস্থ থাকুন, ঘরে থাকুন, নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাচান,ধন্যবাদ সবাইকে।