Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website ৪ মাস পর মাঠে ফিরলেন ক্রিকেটারর – মুক্তির কথা নিউজ
শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
Home / খেলা-ধুলা / ৪ মাস পর মাঠে ফিরলেন ক্রিকেটারর

৪ মাস পর মাঠে ফিরলেন ক্রিকেটারর

২০ জুলাই ২০২০, তালহা জামানঃ

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই দৃশ্য ৪ মাসেরও বেশি সময় ধরে অনুপস্থিত। ক্রিকেটারদের উপস্থিতি, মিডিয়ার ব্যস্ত ছোটাছুটি, খবর সংগ্রহের তাড়া- সব মিলে প্রাণময় পরিবেশ। তবে করোনাভাইরাসের আতঙ্ক পাশে ঠেলে জাতীয় ক্রিকেটারদের একাংশ ফিরেছেন মাঠে।

একক অনুশীলন। স্বাস্থবিধি মেনে। আগের মতো কোচিং স্টাফ নেই। দলবল নেই। নেটেও বল করেছে মেশিন। তারপরও গতকালের এই আংশিক ফেরা আসলে পুরোদমে ফেরার একটা ট্রায়াল বলা যেতে পারে। যদিও ক্রিকেট বোর্ড অতটা উৎসাহিত করেনি। কিন্তু ঘরে আর কত বন্দি থাকা যায়? তাই একেবারে সীমিতভাবে অল্প সময়ের জন্য হলেও এই মাঠে ফেরা ভিন্ন অর্থ রাখে।

সবার চেয়ে বেশি আগ্রহ ছিল মুশফিকুর রহিমের। মিরপুরে এদিন ফিরেছেন তিনজন। মুশফিক, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম। দীর্ঘদিন ঘরে ফিটনেস ট্রেনিং করেছেন এদের সবাই। তারপরও মাঠের প্র্যাকটিসে নেমে কাহিল হলেন। ঘর ও মাঠের ঘাম ঝরানোর ব্যবধানটা বেশ স্পষ্ট হয়ে গেল।

সকাল ৯টা থেকে শুরু। তারও আধঘণ্টা আগে এসে পড়েন সবচেয়ে পরিশ্রমী ও অনুশীলনপ্রিয় হিসেবে পরিচিত মুশফিক। অ্যাকাডেমি খোলা জিম ও রানিংয়ের জন্য। মিনিট ত্রিশ ছুটে আরও পনের মিনিটের মতো মাঠে শুয়ে থাকেন মুশফিক। তারপর ইনডোরে যান ব্যাটিংয়ে। যেখানে অন্যদের প্রবেশাধিকার নেই।

রানিং সেরে মুশফিক তার সবচেয়ে প্রিয় কাজটা সারতে যান। মানে ব্যাটিং। হোক না বোলিং মেশিনের সামনে। মাঠেও না। ইনডোরে। তাতে কী? প্রাণটা যে শুকিয়ে আছে একটু ঠিকঠাক নক করতে। সে সুযোগও বেশি মেলার উপায় নেই। সময় নির্দিষ্ট করে দেওয়া। মুশফিকের আগে ব্যাটিং সেরে রানিংয়ে ফেরেন মিঠুন। শফিউলের দম ফুরোয় দৌড়াতে দৌড়াতে।

এই যে দমের ঘাটতি তা তো স্বাভাবিক। করোনা পরিস্থিতিতে অনেক নেইয়ের মধ্যে ছিল না খেলোয়াড়দের কারও ইন্টারভিউ সেশনও। তবে বিসিবির মিডিয়া বিভাগ একটু মাথা খাটিয়ে আধ মিনিটেরও কম সময়ের একটা ক্লিপ পাঠায়। সেটা মিঠুনের।

ওখানে মিঠুনের কণ্ঠেও ঘাটতির কথাটা, ‘আমরা দীর্ঘ চারমাস পরে আজ মাঠে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি। ব্যাটিং-রানিং সবকিছুই একটু কঠিন মনে হচ্ছে। কারণ, এতদিন আমরা সবকিছুই ইনডোরে করেছি।’ ব্যাটসম্যান অবশ্য আশাবাদ নিয়ে জানিয়ে যান, ‘এখন বাইরে মানিয়ে নিতে একটু সময় লাগবে। আশা করছি দিনে দিনে আমরা সবকিছুই আবার আগের মতো ফিরে পাব।’

মোট ৯ ক্রিকেটার আপাতত ফিরছেন মাঠে। গতকাল খুলনায় মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসান সোহান ফিটনেস ট্রেনিংয়ে ফিরেছেন। সিলেটে ফিরেছেন ফাস্ট বোলার খালেদ আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ। চট্টগ্রামে স্পিনার নাঈম হাসানের ফেরার কথা থাকলেও বৃষ্টির কারণে গতকাল তা ঘটেনি। আজ মিরপুরে ফেরার কথা ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েসের।

About admin

Check Also

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিম ইকবালে

বুক ভরা বেদনা,চোখে টলটলে অশ্রু এবং অভিমানে, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারেরই ইতি টানলেন বাংলাদেশের হয়ে সর্বচ্চ …

তবেকি আবারো চেন্নাইকে শিরোপা জিতাবেন ধোনি!

২৫ মে ২০২৩,নিজস্ব প্রতিবেদকঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ফাইনাল মানেই যেনো চেন্নাই সুপার কিংস বনাম …

দল গঠনের পরিক্ষা নিরিক্ষায় কতটুকু সফল বাংলাদেশ!

২৪ মে ২০২৩, নিজস্ব প্রতিবেদকঃ জয় নিয়েই ইংল্যান্ড থেকে দেশে ফিরছে বাংলাদেশ।আয়ারল্যান্ড এর বিপক্ষে সিরিজে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *