১৮ জুলাই ২০২০, মুক্তির কথা ডেস্কঃ
করোনাভাইরাসে আক্রান্তে টানা তৃতীয়দিন রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্রে। সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশটিতে ৭৭ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) পর্যন্ত চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৭৭ হাজার ৬৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। আগের দুই দিনেও আক্রান্তে রেকর্ড গড়েছিল দেশটি।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে শনাক্তের সংখ্যা ছিল ৬৮ হাজার ৪২৮ জন; এর আগের চব্বিশ ঘণ্টায় শনাক্ত ছিল ৬৭ হাজার ৬৩২ জন। নতুন করে ৭৭ হাজার ছাড়ানো শনাক্ত নিয়ে যুক্তরাষ্ট্রে মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা ৩৬ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায়-চতুর্থাংশ।
গত একদিনে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে আরও ৯২৭ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ১২৮ জন। এই তালিকাতেও আগে থেকেই শীর্ষে আছে দেশটি।
বিশেষজ্ঞদের বিশ্বাস, যুক্তরাষ্ট্র এখনো করোনাভাইরাস সংক্রমণের প্রথম ধাপই কাটিয়ে উঠতে পারেনি। বরং গত কয়েক সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমান সংক্রমণের অধিকাংশই দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে। লকডাউন কিছুটা শিথিল করার পর থেকেই লাফিয়ে বাড়ছে সংক্রমণ।
চব্বিশ ঘণ্টায় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসেই শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৯২ করোনা রোগী, যা একদিনে রেকর্ড। টেক্সাস, অ্যারিজোনাতেও সংক্রমণ বাড়ছে ঊর্ধ্বগতিতে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের আক্রান্ত-মৃত্যুর সংখ্যাটা আরও বেশি। আক্রান্ত ছাড়িয়েছে ৩৭ লাখ ৭০ হাজার, মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ৪২ হাজার। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৭ লাখ ৪১ হাজার।
বিশ্বে করোনা রোগী ১ কোটি ৪১ লাখ ৯০ হাজার ছুঁই ছুঁই। মৃত্যুর সংখ্যা ৬ লাখ স্পর্শ করল বলে। আর সুস্থ হয়েছে ৮৪ লাখ ৫৫ হাজার মানুষ।