১৬ জুলাই ২০২০, তালহা জামানঃ
করোনায় বিরতির পর মিরপুর শেরেবাংলাসহ দেশের কয়েকটি স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু এখনই ঘর ছেড়ে বেরিয়ে মাঠে গিয়ে অনুশীলনের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না জাতীয় ক্রিকেটারদের মধ্যে।
মুশফিকুর রহিম নিজ উদ্যোগে সম্প্রতি একটি মাঠে গিয়ে অনুশীলন করেছেন। আরও দুই-একজনের তেমন আগ্রহ আছে। এসব দেখেশুনে বিসিবি শেষ পর্যন্ত সীমিত পরিসরে অনুশীলনের ব্যবস্থা করেছে। ক্রিকেটারদের কে কে এমন সুযোগ নিয়ে অনুশীলন করতে চান তা জানতে চেয়ে শনিবারের মধ্যে তাদের নাম পাঠাতে বলা হয়েছে। সবার আগে বাংলাদেশের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার মুশফিক নাম পাঠিয়েছেন।
যদি ব্যাটিং অনুশীলনের সুযোগ থাকে তাহলে শনিবার সকালে মিরপুরে গিয়ে অনুশীলন করবেন।
সূত্র থেকে জানা যাচ্ছে, বিসিবিও সেই ব্যবস্থা করতে চাচ্ছে। কিন্তু যতটা সম্ভব কম মানুষের উপস্থিতি ও স্পর্শ নিশ্চিত করতে হবে। তাই বোলিং মেশিনে মুশফিক কিংবা তার মতো কেউ ব্যাটিং অনুশীলন করতে চাইলে সেটা কীভাবে করা যায় সেই ব্যবস্থার দিকে চোখ তাদের।
ভেন্যু ট্রেনিংয়ের জন্য উন্মুক্ত করলেও বিসিবিও ঠিক চায় না এখনই ক্রিকেটাররা মাঠে গিয়ে অনুশীলন করুক। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছেন, তারা এখনো ক্রিকেটারদের মাঠে গিয়ে অনুশীলন করার ব্যাপারে নিরুৎসাহিত করছেন। এবং মাঠ উন্মুক্ত করার পরও তাদের মনে হচ্ছে না অনেক ক্রিকেটার সেখানে অনুশীলনে যোগ দেবেন। তেমন সাড়াও মেলেনি ।
মার্চ থেকে ক্রিকেট বোর্ড অনলাইনে চলছে। বিসিবির মিরপুর হেড কোয়ার্টারের অফিস বন্ধ। মাঠকর্মীরা মাঠ তৈরি রাখতে অবশ্য সব সময় কাজ করেছেন। অ্যাকাডেমি মাঠ ও জিমে খেলোয়াড়রা যাতে শরীর ঝালিয়ে নিতে পারে সেটা নিশ্চিত করা হয়েছে সম্প্রতি। জীবাণুমুক্ত করার কাজ হয়েছে।