১৩ জুলাই ২০২০, আন্তর্জাতিক ডেস্কঃ
নভেল করোনাভাইরাসের টিকা আবিষ্কারের ঘোষণার অপেক্ষায় রাশিয়া। করোার টিকার দু’দফা ক্লিনিক্যাল পরীক্ষা সফলতার সঙ্গে সম্পন্ন করেছে বলে জানিয়েছে তারা।
দেশটির ছেচেনোভা ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটি এ দাবি জানায়। এ তথ্য নিশ্চিত করেন ইনস্টিটিউট ফর ট্রানস্লেশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজির পরিচালক ভাদিম তারাসোভ।
স্পুটনিক নিউজকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক জানায়, এ টিকা তৈরি করেছে গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। ১৮ জুন এর সব রকম ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হয়।
এতে আরো বলা হয়, এসব পরীক্ষায় যেসব স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন তাদের ১৫ এবং ২০ জুলাই ছেড়ে দেওয়া হবে। এসব ভ্যাকসিনের ফালফলও ইতিবাচক বল জানায় তারা।