Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website পঞ্চম দিনে জয়ের স্বপ্ন নিয়েই খেলতে নামবে ক্যারিবিয়রা। – মুক্তির কথা নিউজ
শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
Home / খেলা-ধুলা / পঞ্চম দিনে জয়ের স্বপ্ন নিয়েই খেলতে নামবে ক্যারিবিয়রা।

পঞ্চম দিনে জয়ের স্বপ্ন নিয়েই খেলতে নামবে ক্যারিবিয়রা।

১২ জুলাই ২০২০, তালহা জামানঃ

সাউদাম্পটন টেস্টের লাগামটা নিজেদের হাতেই ছিল ইংল্যান্ডের। হঠাৎই ছন্দপতন। ঘন্টা খানেকের ব্যবধানে পাল্টে গেল দৃশ্যপট। ৩ উইকেটে ২৪৯ রান থেকে ৬৫ ‍মিনিটের ব্যবধানে স্বাগতিকদের স্কোর হয়ে যায় ৮ উইকেটে ২৭৯ রান। টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৮৪ রান। জোফরা আর্চার ৫ ও মার্ক উড ১ রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসে ১১৪ রানে পিছিয়ে থাকা ইংলিশরা এগিয়ে গেছে ১৭০ রানে। পঞ্চম দিনে তাই জয়ের স্বপ্ন নিয়েই খেলতে নামবে ক্যারিবিয়রা।

শনিবার রোজ বোলে ইংল্যান্ড চতুর্থ দিন শুরু করে বিনা উইকেটে ১৫ রান নিয়ে। ররি বার্নসকে (৪২ রান) ফিরিয়ে ৭২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন রোস্টস চেজ।

বার্নসের মতো দৃঢ়তা দেখিয়েছেন আরেক ওপেনার ডম সিবলি। দারুণ খেলতে থাকা সিবলিকে (৫০ রান) সাজঘরে পাঠান শ্যানন গ্যাব্রিয়েল। তিনে নামা জো ডেনলিও (২৯ রান) খেলতে পারেননি বড় ইনিংস। চেজের বলে শর্ট মিডউইকেটে ধরাপড়েন ডাওরিচের হাতে।

১৫১ রানে ৩ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন জ্যাক ক্রলি ও ভারপ্রাপ্ত অধিনায়ক বেন স্টোকস। থিতু হয়ে যাওয়া জুটি কিছুতেই ভাঙতে পারছিল না জেসন হোল্ডারের দল। নতুন বল জুটি ভাঙার সুযোগ নিয়ে আসে। অধিনায়ক হোল্ডার স্টোকসকে (৪৬ রান) ফিরিয়ে ভাঙেন ৯৮ রানের জুটি। আলজারি জোসেফ বেশিক্ষণ টিকতে দেননি ক্রলিকে (৭৬ রান)। ওলে পোপে (১২ রান) দুই অঙ্ক ছুঁতে পারলেও ব্যর্থ হয়েছেন জস বাটলার (৯ রান) ও ডম বেস (৩ রান)।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস ২০৪ (স্টোকস ৪৩, বাটলার ৩৫, হোল্ডার ৬/৪২, গ্যাব্রিয়েল ৪/৬২) ও ২য় ইনিংস ২৮৪/৮ (ক্রলি ৭৬, সিবলি ৫০, গ্যাব্রিয়েল ৩/৬২, জোসেফ ২/৪০, চেজ ২/৭১)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস ৩১৮ (ব্রাথওয়েট ৬৫, ডাওরিচ ৬১, চেজ ৪৭, স্টোকস ৪/৪৯, অ্যান্ডারসন ৩/৬২, বেস ২/৫১)।

About admin

Check Also

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিম ইকবালে

বুক ভরা বেদনা,চোখে টলটলে অশ্রু এবং অভিমানে, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারেরই ইতি টানলেন বাংলাদেশের হয়ে সর্বচ্চ …

তবেকি আবারো চেন্নাইকে শিরোপা জিতাবেন ধোনি!

২৫ মে ২০২৩,নিজস্ব প্রতিবেদকঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ফাইনাল মানেই যেনো চেন্নাই সুপার কিংস বনাম …

দল গঠনের পরিক্ষা নিরিক্ষায় কতটুকু সফল বাংলাদেশ!

২৪ মে ২০২৩, নিজস্ব প্রতিবেদকঃ জয় নিয়েই ইংল্যান্ড থেকে দেশে ফিরছে বাংলাদেশ।আয়ারল্যান্ড এর বিপক্ষে সিরিজে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *