৯ জুলাই ২০২০, তালহা জামানঃ
চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৩ হাজার ৪৮৮ টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৯৪৯ জনের শরীরে।
শুক্রবার সকাল আটটা পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৭৫ জনে।
আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জন। এর মধ্যে ১ হাজার ৮৬২ জন সহ মোট সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৭০৬ জন।
সবশেষ হিসেব অনুযায়ী, দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১.৮৬ শতাংশ, মৃত্যুর হার ১.২৭ শতাংশ এবং সুস্থতার হার ৪৮.৪২ শতাংশ।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শুক্রবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
চব্বিশ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ২৯ জন পুরুষ, আটজন নারী। সর্বোচ্চ মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে, ১৭ জন; ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ১২ জনের, দুজন করে মৃত্যু হয়েছে রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে এবং একজন করে মৃত্যু হয়েছে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে।
বয়স বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে ৬১-৭০ বছর বয়সীদের মধ্যে, ৫১-৬০ বছরের মধ্যে মৃত্যু হয়েছে নয়জনের, ৪১-৫০ বছরের মধ্যে মৃত্যু হয়েছে সাতজনের, ৭১-৮০ বছর বয়সীদের মধ্যে মৃত্যু হয়েছে চারজনের, একজন করে মৃত্যু হয়েছে ২১-৩০ ও ৩১-৪০ বছর বয়সীদের।
গত একদিনে আইসোলেশনে নেওয়া হয়েছে ৮৯৩ জনকে, ছাড় পেয়েছেন ৭৪৮ জন; বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ১৯২ জন।
এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ৬০০ জনকে, ছাড় পেয়েছেন ২ হাজার ১৬৯ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬৩ হাজার ৫৩৭ জন।