Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website এবারের এশিয়া কাপ বাতিল হয়ে গেছে : সৌরভ গাঙ্গুলি – মুক্তির কথা নিউজ
বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১৯ ২০২৪
Home / খেলা-ধুলা / এবারের এশিয়া কাপ বাতিল হয়ে গেছে : সৌরভ গাঙ্গুলি

এবারের এশিয়া কাপ বাতিল হয়ে গেছে : সৌরভ গাঙ্গুলি

৯ জুলাই২০২০, তালহা জামানঃ

আইসিসির চার দিনের টেস্ট নিয়মিত আয়োজন করার প্রস্তাব বড় ধাক্কা খেল। ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি যে এই চিন্তাভাবনার বিরুদ্ধে। ঠাসা ক্রিকেট সূচির মধ্যে আরও বেশি ম্যাচ আয়োজন করতেই পাঁচ থেকে টেস্টের মেয়াদ এক দিন কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে আইসিসি। ২০২৩ সাল থেকে শুরু হতে যাওয়া ৮ বছরের নতুন এফটিপিতে ধারণাটা বাস্তবায়ন করতে চায় বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা।

চার দিনের টেস্টের ভক্ত নন জানিয়ে সৌরভ গতকাল বলেছেন, ‘বেশিরভাগ টেস্টই তো শেষ হবে না। সময় কমালে ম্যাচের মেজাজ অন্যরকম হবে। আমি মনেপ্রাণে বিশ্বাস করি পাঁচ দিনের টেস্ট নিয়ে খামখেয়ালির কোনো মানে নেই। আমার কাছে পাঁচ দিনের টেস্টই সবচেয়ে কঠিন ও সবচেয়ে সেরা।’

তবে টেস্টের মেয়াদ কমানোর বিরুদ্ধে হলেও সৌরভ দিবারাত্রি টেস্ট বেশি বেশি আয়োজনের পক্ষে। গত নভেম্বরে তার আগ্রহেই কলকাতায় বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট পিংক বলে খেলা হয়েছিল। ইডেন গার্ডেনে তিন দিনে প্রায় দেড় লাখ দর্শক এসেছিলেন। সেই উদাহরণ টেনে সৌরভ বলেছেন, ‘দর্শকের কথা মাথাং রেখে প্রতিটি টেস্ট সিরিজে অন্তত একটি দিবারাত্রির ম্যাচ থাকা উচিত। আমরা কলকাতায় গোলাপি টেস্ট খেলেছি। আমার মতে এটা ভারত-বাংলাদেশের অন্য যেকোনো ম্যাচের মতো হলে ১০ ভাগের এক ভাগ দর্শক হতো।’ এদিকে ৪৮তম জন্মদিনে কলকাতার দৈনিক আনন্দবাজারকে সাক্ষাৎকারে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেছেন, এবারের এশিয়া কাপ বাতিল হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে, ‘এশিয়া কাপ বাতিল হয়ে গেছে। এবার আর হচ্ছে না। আমরা আইসিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। দেখা যাক, কবে ওরা চূড়ান্ত ঘোষণা করে। তারপর আইপিএল নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আমরা মাথায় রাখছি, অক্টোবর-নভেম্বরের দিকে পরিস্থিতির উন্নতি হলে আইপিএল করা যায়।’

তাহলে কি টি-টোয়েন্টি বিশ্বকাপও বাতিল হচ্ছে? সৌরভ বলেন, ‘আইসিসি হয়তো চেষ্টা করছে, সবদিক ভালোভাবে দেখে নিতে যে, বিশ্বকাপ আয়োজনের আর কোনো সম্ভাবনা আছে কিনা। বিশ্বকাপ থেকে প্রাপ্ত মুনাফা থেকে সব দেশকে আর্থিক অনুদানও দেওয়া হয়। তা থেকে ক্রিকেট উন্নয়নের অনেক কাজ হয়। নানা দিক নিয়ে ভাবতে হচ্ছে। তাই হয়তো আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি।

About admin

Check Also

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিম ইকবালে

বুক ভরা বেদনা,চোখে টলটলে অশ্রু এবং অভিমানে, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারেরই ইতি টানলেন বাংলাদেশের হয়ে সর্বচ্চ …

তবেকি আবারো চেন্নাইকে শিরোপা জিতাবেন ধোনি!

২৫ মে ২০২৩,নিজস্ব প্রতিবেদকঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ফাইনাল মানেই যেনো চেন্নাই সুপার কিংস বনাম …

দল গঠনের পরিক্ষা নিরিক্ষায় কতটুকু সফল বাংলাদেশ!

২৪ মে ২০২৩, নিজস্ব প্রতিবেদকঃ জয় নিয়েই ইংল্যান্ড থেকে দেশে ফিরছে বাংলাদেশ।আয়ারল্যান্ড এর বিপক্ষে সিরিজে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *