৪জুলাই ২০২০ আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের রাজধানী নয়াদিল্লিসহ আশপাশের এলাকায় মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। এ সময় আতঙ্কিত দিল্লির বাসিন্দারা বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) বলছে, ভূকম্পনের উৎসস্থল ছিল গুরুগ্রাম থেকে ৬৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এনসিএস সূত্রে জানা গেছে, দিল্লি ও গুরুগ্রাম ছাড়াও কম্পন অনুভূত হয়েছে উত্তরপ্রদেশ এবং রাজস্থানের কিছু অংশেও। কয়েক সেকেন্ড স্থায়ী ছিল ওই কম্পন। কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। অনেকেই প্রাণভয়ে রাস্তায় বেরিয়ে পড়েন।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইট বার্তায় বলেছেন, কিছুক্ষণ আগে দিল্লিতে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আশা করছি, সবাই নিরাপদে আছেন।
এ নিয়ে গত দু’মাসে সাত বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। তবে সবগুলোই ছিল মৃদু অথবা মাঝারি মাত্রার।