Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website পশুরহাট স্বাস্থ্যঝুঁকি ভয়ানক মাত্রায় নিতে পারে : ওবায়দুল কাদের – মুক্তির কথা নিউজ
শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
Home / জাতীয় / পশুরহাট স্বাস্থ্যঝুঁকি ভয়ানক মাত্রায় নিতে পারে : ওবায়দুল কাদের

পশুরহাট স্বাস্থ্যঝুঁকি ভয়ানক মাত্রায় নিতে পারে : ওবায়দুল কাদের

০২ জুলাই ২০২০, SS Apolo

যথাযথ স্বাস্থ্যবিধি না মানলে কোরবানির পশুর হাট করোনা সংক্রমণের হার আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যত্রতত্র পশুর হাটের অনুমতি দেয়া যাবে না। প্রয়োজনে হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে। এছাড়া মহাসড়কের ওপর কিংবা পাশে হাট বসানোর অনুমতি দেয়া যাবে না। স্বাস্থ্যবিধি প্রতিপালন না করলে কোরবানির পশুর হাট স্বাস্থ্যঝুঁকি ভয়ানক মাত্রায় নিয়ে যেতে পারে। তাই পশুর হাটে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে সংশ্লিষ্টদের আগেই করণীয় নির্ধারণ করতে হবে।

সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে বুধবার দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত আনলাইন সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এ রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়লে তা সীমাবদ্ধ সুযোগ দিয়ে নিয়ন্ত্রণ হবে কষ্টসাধ্য। সমসাময়িক বিশ্ব প্রেক্ষাপটে তার প্রমাণ পেয়েছি। তাই সবার প্রতি অনুরোধ, স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব ও শারীরিক দূরত্ব বজায় রেখে যেন চলি, সামান্যতম অবহেলা আর উদাসীনতা আমাদের প্রিয়জন থেকে দূরে সরিয়ে দেবে। এই চিরচেনা জগৎটাকে করে দেবে অচেনা, স্বপ্নের রঙে সাজানো বর্ণিল পৃথিবী হয়ে যাবে বিবর্ণ।

নমুনা পরীক্ষায় খেটে খাওয়া মানুষের সামর্থ্য বিবেচনায় নিন : করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ফি নির্ধারণ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, অসহায়, গরিব ও খেটে খাওয়া মানুষ করোনার লক্ষণ দেখা দিলে ফি দিয়ে পরীক্ষা করানোর সামর্থ্য নেই। এতে তারা পরীক্ষার বাইরে থেকে যাবে এবং সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়বে। তাই খেটে খাওয়া অসহায় মানুষের সামর্থ্য বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত প্রদানে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি।

লকডাউন শেষ হওয়া এলাকায় সংক্রমণ রোধে ইতিবাচক ফল এসেছে- জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের এমন মতামত তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, সংক্রমণের উচ্চ ঝুঁকি বিবেচনায় সরকার আরও কিছু এলাকায় লকডাউনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আপাত এই বিচ্ছিন্নতা সবার কল্যাণের জন্য। সাময়িক এ বিচ্ছিন্নতা দীর্ঘ মেয়াদে প্রিয়জনদের সান্নিধ্য নিশ্চিত করার জন্যই করা হচ্ছে।

দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী নিবিড়ভাবে বন্যা পরিস্থিতি মনিটর করছেন। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বন্যাকবলিত জেলাগুলোয় ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে। তিনি আরও বলেন, নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ইতোমধ্যে বাংলাদেশ সক্ষমতা দেখিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই ধারাবাহিকতায় এবারও অসহায় মানুষের পাশে থেকে দুর্যোগ মোকাবেলায় সক্ষম হব ইনশাআল্লাহ।

About admin

Check Also

নারায়নগঞ্জ থেকে বি এন পি প্রতিরোধ আন্দোলন শুরু করলাম-ওবায়দুল কাদের।।

ডেস্ক রিপোর্টঃ (কে জামান) নারায়নগঞ্জ ২৩ অক্টোবর ২০২২ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ …

জননেত্রী শেখ হাসিনার জন্ম দিবসের অনুষ্ঠানে -এড.লায়েকুজ্জামান।

অনলাইন ডেস্ক( তালহা): ঢাকা,বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ,,কেন্দ্রীয় কমিটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম …

বাংলাদেশ ভ্যাট প্রফেসনালস ফোরামের সাধারন সভা অনুষ্ঠিত।

অনলাইন ডেস্ক(কে জামান)-ঃ ঢাকা,বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরাম এর ১৩তম সাধারন সভা ১৯ আগষ্ট ২০২২ শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *