১ জুলাই, ২০২০,আন্তর্জাতিক ডেস্কঃ
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ন্ত থাকলেও মৃত্যুর সংখ্যা কমতি ভাবটা ছিল যুক্তরাষ্ট্রে। কিন্তু সবশেষ চব্বিশ ঘণ্টায় মৃত্যুর হিসেব অনেকটাই আতঙ্কজনক। এই সময় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রায় বারোশো মানুষ প্রাণ হারিয়েছেন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ১,১৯৯ জন মানুষের মৃত্যু হয়েছে, যা চব্বিশ ঘণ্টার হিসেবে কুড়ি দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু।
দেশটিতে মৃত্যুর সংখ্যা সবশেষ এগারোশো ছাড়িয়েছিল ১০ জুন। তাতে আগে থেকেই মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার।
এদিকে একদিনে আক্রান্তের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আরও ৪২ হাজার ৫২৮ জনের নাম। তাতে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৬ লাখ ২৯ হাজার, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ।
পরিসংখ্যান বিষয় ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের তথ্যে অবশ্য যুক্তরাষ্ট্রে আক্রান্ত-মৃত্যুর সংখ্যাটা আরও বেশি। তাতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ২৭ হাজার। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩০ হাজার।
তাদের হিসেব মতে, বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৫ লাখ ৮৫ হাজার, আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার।
আক্রান্ত-মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। আক্রান্ত ১৪ লাখ ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা ৬০ হাজার ছুঁই ছুঁই।