২০ জুন, ২০২০,তালহা জামান
চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৪ হাজার ৩১টি নমুনা পরীক্ষা করে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ হাজার ২৪০ জনের শরীরে।
শনিবার সকাল আটটা পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৭৭৫ জন।
আক্রান্তদের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪২৫ জন। আর গত একদিনে আরও ১ হাজার ৪৮ জন নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৯৩ জন।
সবশেষ তথ্যানুযায়ী, দেশে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩.০৯ শতাংশ, মৃত্যুর হার ১.৩১ শতাংশ এবং সুস্থতার হার ৪০.৪৪ শতাংশ।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শনিবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
সবশেষ চব্বিশ ঘণ্টায় মৃত্যুবরণ করাদের বয়স, লিঙ্গ, বিভাগীয় পরিচয় এসব বুলেটিনে তুলে ধরা হয়নি।
বুলেটিনে বলা হয়, চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৬২৮ জনকে, আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৮৭ জন। এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ১ হাজার ৫৩৮ জনকে, ছাড় পেয়েছেন ২ হাজার ৭৪ জন।