১৪ জুন ২০২০ SS Apolo
পাকিস্তানের সাবেক তারকা অফ স্পিনার সাকলাইন মুশতাক সম্প্রতি ইনস্টাগ্রামে এক লাইভে বলেছেন, বিরাট কোহলি একা ১১ জনের সমান। গত বছর ইংল্যান্ড বিশ্বকাপের সময় আমি আদিল রশিদ ও মঈন আলীদের বলতাম যে, বিরাট কোহলিকে ফেরানো মানে পুরো ভারতীয় দলকে আউট করার মতো। কোহলি হল একের মধ্যে এগারো জন। ওকে এভাবেই দেখতে হবে।
গত বছর বিশ্বকাপে ইংল্যান্ড দলেরস্পিন বোলিং পরামর্শক ছিলেন পাকিস্তানের সাবেক তারকা অফস্পিনার সাকলাইন মুশতাক। তিনি আরও বলেছেন, বিরাট কোহলিকে আউট করতে হলে ওর সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। কারণ ও একজন বিশ্বমানের ব্যাটসম্যান। কোনও ধরনের স্পিনের বিরুদ্ধেই ও সমস্যায় পড়ে না। বাঁহাতি স্পিনারই হোক, আর অফস্পিনার হোক বা লেগ স্পিনার হোক না কেন!
পাকিস্তানের হয়ে ৪৯ টেস্ট আর ১৬৯ ওয়ানডে ম্যাচ খেলে ৪৯৬ উইকেট শিকার করা ৪৩ বছর বয়সী এ সাবেক তারকা ক্রিকেটার আরও বলেছেন, আমি আদিল রশিদ আর মঈন আলীকে বলতাম যে তোমাদের থেকে চাপ বিরাটের উপর বেশি। কারণ, পুরো বিশ্ব ওর দিকে তাকিয়ে রয়েছে। তোমরা আত্মবিশ্বাসের সঙ্গে ভালো ডেলিভারি দিলই সে বিপদে পড়বে।
মঈন আলী ও আদিল রশিদ প্রত্যেকেই ছয় বার করে আউট করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। ২০১৮ সালে হেডিংলিতে এক ওয়ানডে ম্যাচে দুরন্ত ডেলিভারিতে বিরাটকে বোল্ড করেছিলেন আদিল রশিদ।