নারায়নগঞ্জ, বন্দর প্রতিনিধিঃ শেখ হাসিনার সৈনিকেরা বসে নেই বললেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ভিপি বাদল।
৪ জুন (বৃহস্পতিবার) সকাল ১১টায় মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন চাঁনপুর এবং দুপুর ১২টায় অত্র ইউনিয়নের বাগদোবাড়ীয়ায় অবস্থিত নাগিনা জোহা উচ্চ বিদ্যালয় এই ২টি স্পট থেকে নিরাপদ দূরত্ব বজায়
করোনা ভাইরাস প্রতিরোধে সমগ্র নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করায় দিনমজুর ও খেটে খাওয়া মানুষরা কর্মহীন হয়ে আর্থিক ও খাবারের সংকটে ভুগছে বিধায় তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্দর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মদনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৫৫০টি দুঃস্থ, দিনমজুর, নিম্ন আয়ের, কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ৬ কেজি চাল ও ৪ কেজি আটা দেয়া হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল (ভিপি বাদল)।
এসময় তিনি বলেন, সকলে স্বাস্থ্যবিধি মেনে চলুন ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখুন। আগেও যেরকম আপনাদের পাশে ছিলাম তেমনি এখনো পাশে আছি। এ দুর্যোগের সময়ও মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার সৈনিকেরা বসে নেই। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা কাজ করে যাবো’।
এদিকে বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানের সার্বিক ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী বিতরণে এনসিসি ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ রউফ, সাবেক প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিয়া, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শাহজাহান মোল্লা, প্রমুখ নেতৃবৃন্দ।