৩১ মে ২০২০ SS Apolo
ইতিহাসের গন্ধে ভরপুর পৃথিবীর সপ্তম আশ্চর্য ভারতের তাজমহলের গায়ে এবার লাগলো বজ্রপাতের কলঙ্কের দাগ। ঝড়ে ভাঙল রেলিং-সিলিং।
ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয় তাজমহলের মার্বেল রেলিং এবং স্মৃতিসৌধের মূল গেট। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার পত্রিকার।
রোববার এক বিবৃতিতে আগ্রার কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর ভারতের বেশিরভাগ অংশে বয়ে যাওয়া মারাত্মক বজ্রপাতে তাজমহল কমপ্লেক্সের মূল ফটক এবং পাঁচটি গম্বুজের সব থেকে উচুটির নিচে একটি রেলিং সহ কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।
ঝড়ে মূল কাঠামোর মার্বেল রেলিং এবং লাল বালি পাথরের রেলিং বেশ কিছুটা চটে গেছে। ফলস সিলিংও ভেঙে যায় ঝড়ের তাণ্ডবে।
এখানেই শেষ নয়, গর্বের তাজের একটি দরজাও ভেঙে গেছে। সঙ্গে প্রাঙ্গণের ১০টি গাছ উপড়ে যায় বলে জানিয়েছেন তাজমহল কমপ্লেক্সের সুপরিটেন্ডেন্ট বসন্ত কুমার স্বর্ণকার।
তিনি জানান, বেলেপাথরের একটি রেলিং পড়ে গেছে মেঝেতে। তাজমহল চত্বরের প্রায় ১০ টি গাছও উপড়ে গিয়েছে। তবে ঝড়-বৃষ্টির দাপটে এই প্রথম ক্ষতিগ্রস্ত হল না তাজমহল।
২০১৮ সালের ১১ এপ্রিল এবং ২ মে’তেও একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ঐতিহাসিক স্থাপত্যটি।