২৯ জুন, ২০২০,তালহা জামানঃ
করোনা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ব্রাজিলে। এর মধ্যে সংক্রমণের রেকর্ড সপ্তাহ পার করল ফুটবলের দেশটি।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রবিবার পর্যন্ত গত সাতদিনে দেশটিতে ২ লাখ ৫৯ হাজার ১০৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া মৃত্যুর সংখ্যার দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ সপ্তাহ পার করে দেশটি। গত সাতদিনে মারা গেছে ৭ হাজার ৫ জন। এর আগের সপ্তাহে তা ছিল ৭ হাজার ২৮৫ জন।
বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৬৫৮ জন।
এদিকে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগে বিভিন্ন শহরে রাস্তায় নেমে এসেছে মানুষ।
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর ভূমিকার সমালোচনা করে বিক্ষোভ হচ্ছে লন্ডন, স্টকহোম ও বার্সেলোনাসহ বিশ্বের অন্যান্য শহরেও।
শুরু থেকেই করোনাকে সামান্য ফ্লু হিসেবে দেখে এসেছেন কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট বোলসোনারো। এ ছাড়া একাধিকবার লকডাউন বিরোধী বিক্ষোভে নেতৃত্ব দিয়ে সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভাঙেন নিজেও।