১৮ জুলাই ২০২০ ,তালহা জামানঃ
ডোম সিবলে এবং বেন স্টোকসের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। জবাবে দ্বিতীয় দিন শেষে উইন্ডিজ ১ উইকেটে ৩২ রান তোলে। ৯ উইকেট হাতে নিয়ে ৪৩৭৭ রানে পিছিয়ে ছিল তারা। জন ক্যামবেল ১২ রান করে স্যাম কারানের বলে আউট হন। ইংল্যান্ডের ইনিংসে বেন স্টোকস ১৭৬ রান করেছিলেন। ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল ডোম সিবলে আর মাত্র ৭ বল পরে আউট হলেই চতুর্থ উইকেট জুটিতে রেকর্ড হতো। রস্টন চেজের বলে সিবলে ১২০ রানে আউট হওয়ায় ২০১০ সালে লর্ডসে স্টুয়ার্ট ব্রড আর জনাথন ট্রটের গড়া পার্টনারশিপের রেকর্ডটা অক্ষত থাকে। পাকিস্তানের বিরুদ্ধে দশ বছর আগে অষ্টম উইকেটে ট্রট আর ব্রড জুটি ৫৭৪ বল খেলে ৩৩২ রান তুলেছিলেন। উইন্ডিজের বিরুদ্ধে সিবলে আর বেন স্টোকস চতুর্থ উইকেটে ৫৬৮ বল খেলে ২৬০ রান করেন। ইংল্যান্ডের হয়ে টেস্টে যেকোনো উইকেটে সবচেয়ে বেশি বল খেলার জুটিতে শীর্ষে রইলেন ব্রড আর ট্রট। জুটির তালিকায় দ্বিতীয় স্থানে থেকে সন্তুষ্ট থাকতে হল সিবলে-স্টোকসকে। ৩১২ বলে সেঞ্চুরি করেন সিবলে। বাউন্ডারি মাত্র চারটি। শেষ পর্যন্ত ৩৭২ বলে ১২০ করে আউট হয়েছেন। অষ্টম টেস্টে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন সিবলে। ক্যারিয়ারের প্রথমটি টেস্ট সেঞ্চুরির করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সিবলের চেয়ে টেস্টে মন্থর সেঞ্চুরি আছে আরও ১৯ জনের। ইংল্যান্ডের বিপক্ষে ৪১৯ বলে সেঞ্চুরি করে মন্থরদের তালিকায় সবার উপরে আছেন পাকিস্তানের মুদাসর নজর। ইংল্যান্ডের হয়ে মাইক আর্থারটন এবং নাসির হুসেন সেঞ্চুরি করতে সিবলের চেয়ে বেশি বল খেলেছেন। ১৯৯০-এর পর সিবলের সেঞ্চুরি ইংল্যান্ডের পক্ষে পঞ্চম ধীরগতির সেঞ্চুরি। ইংল্যান্ডের হয়ে নাসির হুসেইন ৩৫৩ বল সেঞ্চুরি করেছিলেন।