Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website ৭১এর কিশোর যোদ্বার স্মৃতি কথা। – মুক্তির কথা নিউজ
বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪
Home / মুক্তিযুদ্ধ / ৭১এর কিশোর যোদ্বার স্মৃতি কথা।

৭১এর কিশোর যোদ্বার স্মৃতি কথা।

১৩ জুন২০২০
আব্দুল কাদির মোল্লাঃ
শীতলক্ষা নদী তুমি কি সেই ৭১ তোমার বুকে ঘুমিয়ে আছে হাজারো প্রানের স্পন্ধন হাজারো মায়ের হাহাকার আর্তনাথ তুমি কি করে এত বুকের রক্ত নিয়ে শীতল হয়ে ঘুমিয়ে আছো, মনে হয় তোমার কোনো অনুভুতি নেই তোমার বুক রক্তে রন্জিত হয়ে ছিলো হাজারো শহিদের তাজা রক্তে তুমি কি করে সান্ত হয়ে থাকতে পারো তুমি কি এতই পাষান তোমার কি কোনো হ্রদয় নেই তোমার মাঝে কি ভালো বাসা নেই আমি আজো তোমার নাম শুনলে শত শত শহিদের লাশের গন্ধ পাই কত লাশ ভাসিয়েছি শিয়াল কুকুর খাবে বলে অনেক গলিত লাশ কাক শুকুনিরা কুকুরে ছিন্নবিন্ন করে খেয়েছে এখনো মনে পরে এইতো সেদিন ১৯৭১ পাক হানাদার বাহিনি নিঃঅস্র মানুষের উপর বুলেট চালিয়ে ছিল সেই শহিদের লাশ তুমি বহন করে ছিলে তুমি সেই শীতলক্ষা তোমার বুক চিরে আজো যদি সন্দান করে বহু শহিদের হাড় পাওয়া যাবে কত দিবস পালন হয় এই বাংলায় কোনদিন ৬ দফা ১১ দফা অসহযোগ আন্দলন বিজয় দিবস স্বাধীনতা দিবস আরো কত দিবস কত অজানা মানুষ ১৯৭১ নারায়ানগঞ্জে শহীদ হয়ে ছিলো তাদের কথা কে মনে রাখে কেউ কি স্বরণ সভা করে। মুখে মুখে মাইক ফাটিয়ে চাপাবাজি মারে আমরা মুক্তি যুদ্ধের সৈনিক মুক্তি যোদ্ধার পক্ষের লোক। আবার কেউ রাজাকারের সন্তান বুক চাপরিয়ে গেয়ে উঠে মুজিব বাদির মুক্তি যুদ্ধের গান। এত কিছুর পর শীতলক্ষা বলে আমার দেহ পচা দূরগন্ধ আমি এখন আর গাইতে পারি না মুক্তির গান। বাংলায় আর দামাল ছেলের জন্ম হবে না বংশি বাদক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম হবেনা আর বাশি বাজাবে না টঙ্গি পারার বাশি ওয়ালা বঙ্গবন্ধু তোমার সোনার বাংলায় আজো আছে চোরের খনি তোমার রিলিফ (ত্রান) চাউল, ডাল, লবন, চিনি, আলু, পেয়াজ, এখনো লুটেরারা এখনো চুরি করে বঙ্গবন্ধু তোমার চাষার ছেলে শ্রমিকের সন্তান এখনো শোষনের যাতা কলে আটকে আছে গরিব আরো গরিব হচ্ছে কোটি পতি বেড়েই চলছে। আমরা আমাদের সোনার বাংলা দেখতে চাই।

About admin

Check Also

ইসলামীক ফাউন্ডেশন আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

ইসলামীক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশুকিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেয অতিথির বক্তব্য রাখছেন আলহাজ্ব ডক্টর কামরুজ্জামান, …

বিশেষ অতিথির বক্তব্য রাখছেন আলহাজ্ব ডক্টর মোঃ কামরুজ্জামান

চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের S S C বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন আলহাজ্ব …

গুগলের কোটি ডলারের ক্যাম্পাস নিউইয়র্কে

প্রযুক্তি জায়ান্ট গুগল কার্যক্রমের বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে নতুন একটি ক্যাম্পাস চালু করার উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্রের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *