২৭ জুলাই ২০২০, অনলাইন ডেস্কঃ
সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের এসও রোড এলাকার হাটটি বন্ধ করার নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের নিজস্ব জমিতে অবৈধভাবে এ পশুর হাট বসায় বন্ধ করার নির্দেশ দেয়া হয়।
আসন্ন কোরবানির ঈদকে উপলক্ষ্য করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় সাতটি হাটের ইজারা দেয়া হয়। এর মধ্যে নাসিক ৬নং ওয়ার্ডের এসও রোড এলাকার হাটটি রেলওয়ের জমিতে হওয়ায় এই হাট বন্ধ করার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।এই হাটের ইজারাদার নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের ঘনিষ্ঠ সহযোগী আতাউর রহমান।
রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগীয় কর্মকর্তার স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেয়া হয়। পরবর্তীতে ওই চিঠিটির অনুলিপি রেল মন্ত্রীর অবগতীর জন্য মন্ত্রি মহোদয়ের একান্ত সচিব, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়, জেলা পুলিশ সুপার কার্যালয়, প্রধান ভূ-কর্মকর্তা (পূর্ব) বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, বাংলাদেশ রেলওয়ে ঢাকা, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন দফতরের পাঠানো হয়।
চিঠিতে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ উল্লেখ করে, ১২ জুলাই তারিখে ঈদ উল আযহা উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাতটি অস্থায়ী পশুর হাটের ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত ইজারা বিজ্ঞপ্তিতে নাসিক ৬নং ওয়ার্ড এসও রোড বটতলা চৌরাস্তা বালুর মাঠ ভূমির মালিক বাংলাদেশ রেলওয়ে। দেশের প্রচলিত আইন অনুযায়ী রেলভূমিতে গরুর হাট বসাতে হলে অনুমতি নেয়ার বিধান আছে। এক্ষেত্রে রেলওয়ের কোনো অনুমতি গ্রহণ করা হয়নি।বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন ভূমিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ অস্থায়ী পশুর হাট বসার জন্য ইজারা বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমতি প্রদানের কোনো সুযোগ নেই। রেলভূমিতে পশুর হাট বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। পরে এই চিঠি উপরের দফতরগুলোতে প্রেরণ করা হয়।