১১ জুলাই ২০২১,স্টাফ রিপোর্টারঃ
টেষ্ট ম্যাচ ক্রিকেটের শেষ ম্যাচের শেষ দিনে সতির্থদের কাছ থেকে পাওয়া বিদায়ি সংবর্ধনায় শিক্ত হলেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫০ টি টেষ্ট ম্যাচ খেলা ব্যাটার মাহমুদুল্লা রিয়াদ।
চলমান হারারে টেষ্টের শেষ দিন আজ দিনের খেলা শুরুর পূর্বেই তাকে বিদায়ি সংবর্ধনায় জানান দলে থাকা অন্যান্য ক্রিকেটাররা।
এর আগে চলামান জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেষ্ট ম্যাচে প্রথম ইনিংসে দলের বিপদের সময় ১৫০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন সাইলেন কিলার নামে ক্ষেতো মাহমুদুল্লা রিয়াদ।
কিন্তু ১৫০ রানের বিশাল আকৃতির রান করার পর ম্যাচের তৃতীয় দিন খেলা শেষে টিম মিটিংয়ে সতির্থদের অবসরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান মাহমুদুল্লা রিয়াদ।বিশ্লেষকদের মতে, বিনা কারনে টেষ্ট দল থেকে বাদ পরার পর হঠাত ডাক পাওয়ার পর দুর্দান্ত ইনিংস খেলে নিজের সামর্থ প্রমান করার অভিমানেই টেষ্ট ক্রিকেটকে বিদয় জানাচ্ছেন এই অভিঙ্গ ব্যাটার।
তবে অবসরের বিষয়ে টিম মিটিংয়ে সিদ্ধান্তের কথা জানালেও আনুষ্ঠানিক ভাবে গনমাদ্ধমের সামনে এসে এখনো অবসরের ঘষোনা দেননি মাহমুদুল্লা রিয়াদ।।
Check Also
চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিম ইকবালে
বুক ভরা বেদনা,চোখে টলটলে অশ্রু এবং অভিমানে, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারেরই ইতি টানলেন বাংলাদেশের হয়ে সর্বচ্চ …
তবেকি আবারো চেন্নাইকে শিরোপা জিতাবেন ধোনি!
২৫ মে ২০২৩,নিজস্ব প্রতিবেদকঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ফাইনাল মানেই যেনো চেন্নাই সুপার কিংস বনাম …
দল গঠনের পরিক্ষা নিরিক্ষায় কতটুকু সফল বাংলাদেশ!
২৪ মে ২০২৩, নিজস্ব প্রতিবেদকঃ জয় নিয়েই ইংল্যান্ড থেকে দেশে ফিরছে বাংলাদেশ।আয়ারল্যান্ড এর বিপক্ষে সিরিজে …