১৮ জুলাই ২০২১,স্টাফ রিপোর্টারঃ
জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের উদ্দেশ্যে আজ বাংলাদেশ সময় দুপুর দেড়টায় জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতিয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
প্রথম ম্যাচে ১৫৫ রানের বিশাল জয়ে সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে রয়েছে টাইগাররা।প্রথম ম্যাচে বড় ব্যাবধানে জয় পাওয়ায় ফুরফুরে মেজাজে রয়েছে দলের সকল ক্রিকেটার।এই ম্যাচে,আগের ম্যাচের একাদশ অর্থাত অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচে পাওয়া চেটের কারনে এই ম্যাচেও অনিশ্চিত দলের সেরা পেসার মোস্তাফিজুর রহমান।প্রথম ম্যাচে লিটন দাস কিছুটা চোট পেলেও ম্যাচ খেলার মত ফিট রয়েছেন তিনি।প্রথম ম্যাচে জয় পেলেও টপ অর্ডারে লিটন দাস ছারা কেউ রান পায়নি।
তবে দ্বিতিয় ম্যাচে দলের সকল ব্যাটাররা ভালো খেলবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন দলের ব্যাটিং কোচ। দ্বিতিয় ম্যাচ জয় করে সিরিজ জয় ও আইসিসি ওয়ানডে সুপার লিগে পয়েন্ট জয়ে আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল।।।
Check Also
চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিম ইকবালে
বুক ভরা বেদনা,চোখে টলটলে অশ্রু এবং অভিমানে, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারেরই ইতি টানলেন বাংলাদেশের হয়ে সর্বচ্চ …
তবেকি আবারো চেন্নাইকে শিরোপা জিতাবেন ধোনি!
২৫ মে ২০২৩,নিজস্ব প্রতিবেদকঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ফাইনাল মানেই যেনো চেন্নাই সুপার কিংস বনাম …
দল গঠনের পরিক্ষা নিরিক্ষায় কতটুকু সফল বাংলাদেশ!
২৪ মে ২০২৩, নিজস্ব প্রতিবেদকঃ জয় নিয়েই ইংল্যান্ড থেকে দেশে ফিরছে বাংলাদেশ।আয়ারল্যান্ড এর বিপক্ষে সিরিজে …