২৬ জুলাই ২০২১,অনলাইন ডেস্কঃ
করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ ২৪৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় এ রোগে নতুন করে আক্রান্ত হেয়েছে সর্বোচ্চ ১৫১৯২ জন। ৫১ হাজার নমুন পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিনে এসব তথ্য দেওয়া হয়।
এর আগে, গত ১৯ জুলাই দেশে একদিনে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল, ১১ জুলাই ২৩০ জন ও রোববার করোনায় ২২৮ জন মারা যায়। এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে ১৯ হাজার ৫২১ জন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪৭ জনের মধ্যে ১৪১ জন পুরুষ ও ১০৬ জন নারী।
এদের মধ্যে সর্বোচ্চ ৭২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৬১ জন মারা গেছে। ময়মনসিংহ বিভাগে এ সময়ে সবচেয়ে কম পাঁচ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া খুলনা বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ১২ জন ও সিলেট বিভাগে ১৪ জন মারা গেছে।