৩০ জুন, ২০২০,তালহা জামানঃ
নভেল করোনাভাইরাসে আবার পরিস্থিতি খারাপ হচ্ছে ইরানে। দেশটির সরকারি তথ্য মতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৬২ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ৪ এপ্রিল ১৫৮ জনের মৃত্যু দেখেছিল দেশটি।
মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল আটটা পর্যন্ত কভিড-১৯ রোগে ইরানে মোট ২ লাখ ২৫ হাজার ২০৫ জন শনাক্ত হয়েছেন। মৃত্যু ১০ হাজার ৬৭০ জনের। সেরে উঠেছেন দেড় লাখের বেশি মানুষ।
২৪ ঘণ্টার হিসাবে গোটা পৃথিবীতে গতকালের চেয়ে মৃত্যু কমেছে। এদিন মারা গেছেন ৩ হাজার ৪১৫ জন। আগের ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৫৪ জনের মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত মোট মৃত্যু হল ৫ লাখ ৮ হাজার ৭৭ জনের।
এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ৭ হাজার ৯২৮ জন। নতুন এই রোগটি থেকে মোট সুস্থ হলেন ৫৬ লাখ ৬৪ হাজার ৩৫৫ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৬ লাখ ৮১ হাজার ৮১১ জন। মোট মৃত্যু ১ লাখ ২৮ হাজার ৭৮৩ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ১১ লাখ ১৭ হাজার ১৭৭ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৩ লাখ ৭০ হাজার ৪৮৮ জন। মারা গেছেন ৫৮ হাজার ৩৮৫ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৭ হাজার ৪৬২ জন।
আক্রান্তে তিন নম্বরে রাশিয়া। দেশটির সরকারের দেয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৪১ হাজার ১৫৬, মৃত্যু ৯ হাজার ১৬৬ জনের।
ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৫ লাখ ৬৭ হাজার ৫৩৬ জন, মৃত্যু ১৬ হাজার ৯০৪ জনের।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪৩ হাজার ৫৭৫ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১১ হাজার ৯৬৫ জন।
স্পেনে ২ লাখ ৯৬ হাজার ৫০ জন আক্রান্তের পাশাপাশি ২৮ হাজার ৩৪৬ জন মারা গেছেন।