৪ আগষ্ট ২০২১,অনলাইন ডেস্কঃ
অতি সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর দ্বিতীয় ও তৃতীয় ঢেউ চলছে।
প্রায় ২০ কোটি ছাড়িয়ে গেছে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ। মারা গেছেন সাড়ে ৪২ লাখের বেশি মানুষ।
পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের বুধবার সকালের তথ্য অনুযায়ী, বিশ্বে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ২০ কোটি ২ লাখ ৮০ হাজার ৬৩২ জনে দাঁড়িয়েছে।
এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ৪২ লাখ ৫৮ হাজার ৯২৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৫ লাখ ৪৪ হাজারের বেশি।