টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বৃহস্পতিবার আইসিসির বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে গুঞ্জন ছিল। এদিন টেলিকনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসে আইসিসি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ বোর্ড মিটিংয়ের সব ধরনের আলোচনা ১০ জুন পর্যন্ত পিছিয়ে দিয়েছে আইসিসি।
যার অর্থ, ১০ জুন পর্যন্ত বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। ফলে করোনা উদ্বেগের পরিস্থিতিতে ১০ জুন পর্যন্ত বিশ্বকাপের ভাগ্য ঝুলে রইল বলা যাতে পারে।
১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার কথা। টুর্নামেন্টের ফাইনাল ১৫ নভেম্বর।
আইসিসির বৈঠকের আগেই বুধবার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল, করোনার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের ঘোষণা আসছে। আর সেই সূচিতে আইপিএল হতে পারে।
পরে অবশ্য আইসিসি বিবৃতিতে জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সময়ে আয়োজনেরই প্রস্তুতি চলছে।
আইসিসির এদিনের বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও আইসিসির পরবর্তী চেয়ারম্যান, আন্তর্জাতিক ক্রিকেটের সূচি নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল।
এদিকে ২০২১ সালে ভারতে হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে কর মওকুফ না হলে ভারতের আয়োজক হওয়ার মর্যাদা কেড়ে নেওয়া হবে, আইসিসির পক্ষ থেকে এমন ই-মেইল পাঠানো হয়েছিল বিসিসিআইকে। দুই পক্ষের মধ্যে দুই মাস ধরে এমন মেইল চলছিল।
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বোর্ডের গুরুত্বপূর্ণ ব্যাপারে বেশ কয়েকজন বোর্ড সদস্য তাদের দুশ্চিন্তার কথা জানিয়েছেন। দ্রুত এই বিষয়ে তদন্ত করার ক্ষেত্রেও সবাই রাজি হয়েছেন।’