২২ জুন ২০২৩,নিজস্ব প্রতিবেদকঃ
আর কিছুদিন পরই শুরু হতে চলেছে মুসলমান ধর্মের অনুসারিদের অন্যতম বড় ইবাদত পবিত্র হজ। হজকে কেন্দ্র করে ইতিমধ্যে সৌদি আরবের মক্কা মদিনা শহরে জরো হতে শুরু করেছে সমগ্র বিশ্ব থেকে আগত ধর্মপ্রান মুসল্লিরা।
সৌদি সরকারের চাদ দেখা কমিটির দেয়া তথ্য মতে গত ১৮ জুন সৌদি আরবের আকাশে পবিত্র জিলহ্বজ মাসের চাদ দেখা যায়।সে হিসেবে আগামি ২৭ জুন ২০২৩ রোজ মোঙ্গলবার আরাফার ময়দানে হজের মুল আনুষ্ঠানিকতায় অংশ নিবেন বিশ্বের নানা দেশের লক্ষ লক্ষ মুসল্লি।
এছারা হজ সম্পন্ন করার লক্ষে মক্কা মদিনায় জরো হয়েছেন লক্ষ লক্ষ ধর্মপ্রান মুসল্লি। তারা পবিত্র দেশে পবিত্র শহর মক্কা মদিয়ান আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য নানা প্রকার আমল করার মধ্য দিয়ে তাদের দিন কাল অতিবাহিত করছেন।
মক্কায় কাবা শরিফে তাওয়াফ, ওমরা,এবং মদিনায় মহানবি সাঃ এর রওজা মোবারক জিয়ারত করে আল্লাহর সন্তুষ্ট আদায় করতে বেস্ত হাজিগন।