১ জুলাই ২০২১,স্টাফ রিপোর্টারঃ
সারা দেশের মতো নারায়নগঞ্জেও চলছে ৭ দিনের কঠোর লকডাউন।
আজ লকডাউন এর প্রথম দিন বৃহসপ্রতিবার মোটামোটি কঠোর ভাবেই কার্যকর হচ্ছে কঠোর লকডাউন। কঠোর লকডাউন কার্যকর করার উদ্দেশ্যে নারায়নগঞ্জের ভিবিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোষ্ট। এছাড়া লকডাউন বাস্তবায়নে নারায়নগঞ্জে কাজ করছে সেনাবাহিনী সহ অন্যান্ন আইনশ্রীঙ্খলা বাহিনি।
এছাড়াও নারায়নগঞ্জে লকডাউন বাস্তবায়নে কাজ করছে মোবাইল কোর্ট।নারায়নগঞ্জে এদিন মানুষের সচেতনতা লক্ষ করা গেছে।রাস্তায় যানবাহনের সংখ্যা ছিলো চোখে পরার মতো।অতি প্রয়োজনীয় যান ছাড়া অন্য অপ্রয়োজনীয় কারনে কনো যান চলাচল করতে দেখা যায়নি।
তবে নারায়নগঞ্জে কঠোর লকডাউন এর মাঝেও কিছু উধাসিন মানুৃষ দেখা যায় যারা অকারনে রাস্তায় বের হয়েছেন এবং মাস্ক পরিধান করেনি।তবে এরকম মানুষের সংখ্যা ছিলো খুব কম।