২২ জুন, ২০২০, তালহা জামান:
অবশেষে আইসিইউ ব্যবস্থা চালু হলো নারায়ণগঞ্জে। ৪ হাজারেরও বেশী করোনা রোগীর জন্য ৪টি আইসিইউ দিয়ে করোনার হটস্পটখ্যাত এ জেলায় চলছিল করোনার জরুরী স্বাস্থ্যসেবা।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের অনুরোধে জেলার দুটি প্রাইভেট ক্লিনিক আইসিইউ সেবা দিতে সম্মত হয়েছে। পাশাপাশি খানপুর করোনা হাসপাতালের জন্য প্রধাণমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০ আইসিইউ বেড সোমবার পাওয়া গেছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম সাহা। ফলে আইসিইউ সমস্যার অনেকটা সমাধান হয়েছে।
সোমবার থেকে ‘প্রো অ্যাকটিভ’ ও ‘আল বারাকা’ নামের বেসরকারি দুই প্রাইভেট ক্লিনিক করোনা আক্রান্ত রোগীদের আইসিইউ সেবা প্রদান শুরু করতে যাচ্ছে।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, জেলা করোনার ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম, প্রো এ্যাকটিভ ও আল বারাকার প্রতিনিধিদের উপস্থিতিতে শামীম ওসমান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এর আগে বিগত দুই মাসেরও বেশি সময় ধরে আইসিইউ সেবা চালু করতে পারেনি নারায়ণগঞ্জ করোনা হাসপাতাল। এতে এখানকার করোনা আক্রান্ত রোগীরা অনেক ভোগান্তির মুখে পড়ছেন। এর মাঝে আইসিইউ’র অন্যান্য সরঞ্জাম পাওয়া গেলেও বেডের অভাবে আইসিইউ ইউনিট চালু করতে পারেনি কর্তৃপক্ষ। অবশেষে সোমবার আইসিইউ বেড পাওয়া গেছে। অচীরেই মাননীয় প্রধাণমন্ত্রী ঘোষিত খানপুর করোনা হাসপাতালে নিবির পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) চালু হচ্ছে।
আগামী ৭ দিনের মধ্যে এ হাসপাতালে আইসিইউ সেবা চালুর প্রত্যয় ব্যক্ত করেছেন শামীম ওসমান। পাশাপাশি প্রো অ্যাকটিভ ও আল বারাকায় করোনা চিকিৎসা দেওয়ার মতো চিকিৎসক, নার্স সংকট থাকায় জেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলে তা সমন্বয় করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।