২৯ মে ২০২০, শুক্রবার ss apolo
অবশেষে কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর কেন্দ্র ফোর্ট উইলিয়ামেও বার্তা এলো লাদাখে চীনা আগ্রাসনের বিরুদ্ধে যে কোনও পরিস্থিতির জন্যে তৈরি থাকুন। সেনাকে সবভাবে প্রস্তুত রাখুন। যুদ্ধ বিশ্লেষক, বিশেষজ্ঞরা মনে করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যেভাবে মঙ্গলবার যুদ্ধের হুমকি দিয়েছেন তার প্রেক্ষিতেই সেনাকে এই নির্দেশ। জিনপিং মঙ্গলবার চীনের সেনাবাহিনীর উদেশ্যে একটি বার্তা দিয়ে বলেছেন, করোনাজনিত সমস্যা থেকে দেশ মুক্ত। এখন সেনাবাহিনীকে আরও বেশি প্রস্তুতি নিতে হবে সম্ভাব্য যুদ্ধের জন্যে। উল্লেখ্য, উত্তর লাদাখে সিকিমের উত্তরেও চীনা সৈন্য সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল একটি বৈঠকে বসে পরিস্থিতি পর্যালোচনা করেন। প্রকৃত নিয়ন্ত্রণরেখার তিনহাজার চারশো অষ্টআশি কিলোমিটার জুড়ে চীন যে ভাবে সেনা সমাবেশ করেছে তাতে উদ্বেগ প্রকাশ করা হয়।