গত সোমবার মিনেপোলিসে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গকে গলায় হাঁটু চাপা দিয়ে দম বন্ধ করে হত্যা করে শ্বেতাঙ্গ এক পুলিশ অফিসার। এই হত্যাকাণ্ডের পর থেকেই পুরো যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। বিক্ষোভের আগুনে জ্বলছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলসসহ যুক্তরাষ্ট্রের কয়েক ডজন শহরে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাও লিজিয়ান বলেন, সোমবার পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে সর্বশেষ ঘটনাগুলোর দিকে আমরা নজর রাখছি। কৃষ্ণাঙ্গ জনগণ এবং তাদের মানবাধিকারের সুরক্ষা দেয়া উচিত।
তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সংখ্যালঘুদের প্রতি বর্ণবৈষম্য একটি সামাজিক অসুস্থতা। এই ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে যে, সেখানে পুলিশ দ্বারা জাতিগত বৈষম্য এবং সহিংস আচরণ গুরুতর সমস্যা। এর তাৎক্ষণিক সমাধান করা উচিত।
এদিকে পরিস্থিতি সামাল দিতে অন্তত ৪০টি শহরে কারফিউ জারি করেছে মার্কিন সরকার। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কারফিউ ভঙ্গ করা হয়েছে যা ব্যাপক উত্তেজনার জন্ম দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
নিউইয়র্ক, শিকাগো, ফিলাডেলপিয়া ও লস এঞ্জেলসে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও মরিচের গুড়ো নিক্ষেপ করেছে। অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটছে অন