১৫ জুলাই ২০২০, আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
দেশটিতে শীতকালেই শুধু লক্ষাধিক মানুষ মারা যেতে পারে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে।
রয়টার্স জানায়, নয় মাসের মধ্যে সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি হবে শীতকালে। এ সময় দেশটিতে করোনার দ্বিতীয় সংক্রমণ শুরু হতে পারে।
জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এক লাখ ২০ হাজারের বেশি মানুষ করোনায় মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
করোনা পরিস্থিতি নিয়ে একটি মডেল তৈরি করে ব্রিটিশ স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সেটির প্রেক্ষিতে মঙ্গলবার তারা এমন আশঙ্কা প্রকাশ করেছেন।
ব্রিটিশ অ্যাকাডেমি অব মেডিকেল সায়েন্সেস (এএমএস)-এর অধ্যাপক স্টিফেন হলগেট বলেন, শীতকালে মানুষ বেশিরভাগ সময় বদ্ধ জায়গাতে থাকে। ফলে করোনার দ্বিতীয় সংক্রমণ আরও বেশি গুরুতর হতে পারে, যা আমরা ভাবছি তার থেকেও।
গবেষণাটির নেতৃত্বে থাকা এই বিশেষজ্ঞ অনলাইন ব্রিফিংয়ে আরও বলেন, এটি কোনো অনুমান নয়, এটি সম্ভাবনা। যদি তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয় তবে ঝুঁকি কমবে।
তবে মডেলটিতে লকডাউন, চিকিৎসা ও ভ্যাকসিন বিবেচনায় আনা হয়নি। ফলে এর মধ্যে ভ্যাকসিন চলে আসলে ঝুঁকি কমে আসার সম্ভাবনা তো অবশ্যই থাকছে।
এদিকে যুক্তরাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা এখন ৪৫ হাজারের কাছাকাছি। পুরো ইউরোপে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে দেশটিতেই। তবে করোনা সন্দেহে মৃত্যুসহ ৬৫ হাজারের বেশি মানুষ এই সময় প্রাণ হারিয়েছে।