অক্টোবরে ন্যু ক্যাম্পে যে দলকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা, সেই ভায়াদোলিদকে এবার হারাল ১-০ গোলে। ৩০ অক্টোবরের ম্যাচে মেসি-সুয়ারেজদের সঙ্গে গোল করেছিলেন আরতুরো ভিদালও। শনিবার মেসির পাস থেকে চিলিয়ান মিডফিল্ডারের ১৫ মিনিটের গোলেই সন্তুষ্ট থাকতে হয়েছে গতবারের চ্যাম্পিয়ন্দের। ৩৬ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৭৯। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদিদ্র ৮০ পয়েন্ট নিয়ে আজ গ্রানাদার সঙ্গে খেলবে। আজও জিতলে, শিরোপা নিশ্চিত পরের ম্যাচ ড্র করলেই হবে জিনেদিন জিদানের দলকে।
আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা ম্যাচে দুদলের গোলরক্ষককে ব্যস্ত সময় পার করতে হয়েছে। প্রথমার্ধে একচেটিয়া নিয়ন্ত্রণ ধরে রেখেছিল বার্সা। বিরতির পর পাল্টে যায় পরিস্থিতি। কাতালানদের রক্ষণে উল্টো ভীতি ছড়ায় স্বাগতিকরা। তবে গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন চীনের প্রাচীর হয়ে আবির্ভূত হওয়ায় পা হড়কায়নি অতিথিরা।
মেসির বিশ্রাম প্রয়োজন
কিছুদিন আগেই ৩৩তম জন্মদিন পালন করেছেন বার্সেলোনা অধিনায়ক। ক্যারিয়ারের এ পর্যায়ে স্বাভাবিকভাবেই একটু বিশ্রাম দাবি করতে পারেন তিনি। তার ওপর প্রতি সপ্তাহেই কমপক্ষে দুটি ম্যাচ খেলতে মাঠে নামতে হচ্ছে তাকে। তাই মেসিকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন কোচ কিকে সেতিয়েনও। কিন্তু তার সুযোগই পাচ্ছেন না তিনি। কারণ করোনার অনাকাক্সিক্ষত বিরতির পর খেলা মাঠে গড়ানোর পর থেকে বার্সার পারফরম্যান্স খুব ভালো নয়। সেখানে মেসিকে ছাড়া সংগ্রামটা আরও বাড়তে পারে দলটির, তা খুব ভালো করেই জানেন কোচ। সাম্প্রতিক সময়ে দলের যত গোল তার প্রায় সবগুলোতেই প্রত্যক্ষ বা পরোক্ষ অবদান তার। তার বিশ্রাম প্রশ্নে কোচ সেতিয়েন বলেছেন, ‘অবশ্যই তার বিশ্রাম দরকার। আমি এটা আগেও বলেছিলাম, তবে স্কোর খুব টাইট ছিল। আমরা যদি প্রথমার্ধে আরও বেশি গোল করতে পারতাম, তাহলে আরও বেশি খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হতো। দল ক্লান্ত ছিল।’
ভায়াদোলিদের সঙ্গে ম্যাচের দুই অর্ধে গ্রিজমান ও সুয়ারেজকে ভাগ করে খেলিয়েছেন সেতিয়েন। তাদের বিশ্রাম দেওয়া প্রসঙ্গে কোচ বলেন, ‘সুয়ারেজ এর আগে টানা পাঁচটি ম্যাচ খেলেছে এবং অবশ্যই তাকে এক সময় বিশ্রাম দিতে হতো। গ্রিজমান উঠে এসেছে কিছু ইনজুরি সমস্যার কারণে। সে নিজে থেকেই নামাতে বলেছে। আমরা দেখব তার কী সমস্যা হয়েছে।